কলকাতা: শেষ হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ অপেক্ষা এবার ফলাফলের৷ ফল প্রকাশের আগে বাজার কাঁপিয়ে দিয়েছে জনমত সমীক্ষায়৷ সমস্ত বুথ ফেরত সমীক্ষায় কেন্দ্র বিজেপি সরকার গঠনের ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ সমীক্ষা নিয়েও চলছে রাজনীতিক উত্তেজনা৷ তবে, সমস্ত সমীক্ষার ফলাফল উড়িয়ে মহাজোটের রণকৌশল চূড়ান্ত করতে আজ বিকেলে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রবাবু নাইডু৷
তৃণমূল সূত্রে খবর, খুব সম্ভবত আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই বৈঠক হতে পারে৷ সেখানে ভোটের ফল ঘোষণা হওয়ার পর সরকার গঠনে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হবে, তাও নিয়ে কথা হতে পারে দুই মুখ্যমন্ত্রীর৷ এর আগে ভোট পরবর্তী পরিস্থিতিতে নিজেদের তৈরি রাখতে রবিবার রাহুল গান্ধির সঙ্গে বৈঠকে বসেন তেলুগু দেশমের চন্দ্রবাবু নাইডু৷ রাহুলের সঙ্গে বৈঠকেক পর এনসিপির শরদ পাওয়ারের ও পরে লখনউ গিয়ে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও বহুজন সমাজ পার্টির মায়াবতীর সঙ্গে আলোচনা করেন৷ মনে করা হচ্ছে, যদি এনডিএ সংখ্যাগরিষ্ঠতার থেকে কম থাকে, সেই অবস্থায় সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি জানাতে প্রস্তুত থাকার জন্যই এই বৈঠকের তৎপরতা৷
রবিবার জনমত সমীক্ষা প্রকাশিত হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট বার্তায় লিখেছেন, এক্সিট পোলের এই আষাঢ়ে গল্প বিশ্বাস করি না। ইভিএম কারসাজি করার লক্ষ্যেই এই পদক্ষেপ। দেশের সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতার দাবি, ভোটের ফলের সঙ্গে এই এক্সিট পোল মিলবে না। রবিবারই তাঁর সঙ্গে জাতীয় স্তরের একাধিক বিজেপি বিরোধী সর্বভারতীয় নেতৃত্বের পরবর্তী কর্মসূচি নিয়ে ফোনে কথা হয়েছে। গোটাটাই নরেন্দ্র মোদি তথা বিজেপির চক্রান্ত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷