ভুবনেশ্বর: প্রায় দু’ঘণ্টা এক সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রীনবীন পট্টনায়কের বাড়িতে মধ্যহ্নভোজের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মধ্যহ্নভোজের টেবিলে হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই টেবিলে বসে রাইতা খেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে সে কথা জানিয়েছেন মমতা৷ কিন্তু মমতা-অমিত বৈঠক, মধ্যহ্নভোজের পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কে কাঠগড়ায় তুলে প্রকাশ্য জনসভায় থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ৷
আজ দুপুরে ওড়িশায় পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৈঠক শেষে ড়িশার মুখ্যমন্ত্রীনবীন পট্টনায়কের বাড়িতে মধ্যহ্নভোজ করেন অমিত শাহ৷ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ শুক্রবার মধ্যহ্নভোজের পর বিশাল জনসভা করেন অমিত শাহ৷ সেখানে নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
জনসভা মঞ্চ থেকে অমিত শাহ সাফ জানান, ‘‘নাগরিক আইনকে নিয়ে সমস্ত বিরোধীদল সিপিএম, কংগ্রেস, মমতা দিদি, এঁরা সবাই বিরোধিতা করছে৷ কিন্তু এরা বিরোধ করছেন কেন? সংখ্যালঘু নাগরিকদের অধিকার চলে যাবে বলে? আরে এত মিথ্যা কথা কেন আপনারা বলছেন? প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছে৷ আমিও বলে দিয়েছি৷ আজ আমি আবার বলছি, নাগরিক আইন নিয়ে এই দেশের একজন মুসলমানের নাগরিকত্ব চলে যাবে না৷ কারণ এই নাগরিকত্ব আইন নাগরিকত্ব দেওয়ার আইন৷ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়৷’’
Union Home Minister Amit Shah in Bhubaneswar: Why is opposition lying about Citizenship Amendment Act (CAA)? I here again repeat that citizenship of any Muslim or minority will not be taken away through CAA, because it is an Act to give citizenship not to take it away. pic.twitter.com/DmoDnFfj14
— ANI (@ANI) February 28, 2020
জানান, নাগরিকত্ব আইন নিয়ে সংখ্যালঘুদের ভয় পাওয়ার কিছু নেই৷ নাগরিকত্ব আইন সংখ্যালঘুদের নাগরিকত্ব ছিনিয়ে নেবে না৷ অন্য দেশে থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন যাঁরা, তাদের কথা ৭০ বছর ধরে কেউ ভাবেনি৷ তাদের মানবাধিকারের কোথাও কেউ এখনও পর্যন্ত ভাবেনি৷ মোদি সরকার সততার সঙ্গে কাজ করছে৷ এর জন্য আপনারা কেউ ভয় পাবেন না৷ লক্ষ লক্ষ শরণার্থীদের জন্যই এই দেশ নতুন আইন চালু করেছে৷