এক টেবিলে মমতা-অমিতের লাঞ্চ! ভোজ শেষে সেই মমতাকে অমিত আক্রমণ!

এক টেবিলে মমতা-অমিতের লাঞ্চ! ভোজ শেষে সেই মমতাকে অমিত আক্রমণ!

ভুবনেশ্বর: প্রায় দু’ঘণ্টা এক সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রীনবীন পট্টনায়কের বাড়িতে মধ্যহ্নভোজের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মধ্যহ্নভোজের টেবিলে হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই টেবিলে বসে রাইতা খেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে সে কথা জানিয়েছেন মমতা৷ কিন্তু মমতা-অমিত বৈঠক, মধ্যহ্নভোজের পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কে কাঠগড়ায় তুলে প্রকাশ্য জনসভায় থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ৷

আজ দুপুরে ওড়িশায় পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বৈঠক শেষে ড়িশার মুখ্যমন্ত্রীনবীন পট্টনায়কের বাড়িতে মধ্যহ্নভোজ করেন অমিত শাহ৷ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ শুক্রবার মধ্যহ্নভোজের পর বিশাল জনসভা করেন অমিত শাহ৷ সেখানে নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

জনসভা মঞ্চ থেকে অমিত শাহ সাফ জানান, ‘‘নাগরিক আইনকে নিয়ে সমস্ত বিরোধীদল সিপিএম, কংগ্রেস, মমতা দিদি, এঁরা সবাই বিরোধিতা করছে৷ কিন্তু এরা বিরোধ করছেন কেন? সংখ্যালঘু নাগরিকদের অধিকার চলে যাবে বলে? আরে এত মিথ্যা কথা কেন আপনারা বলছেন? প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছে৷ আমিও বলে দিয়েছি৷ আজ আমি আবার বলছি, নাগরিক আইন নিয়ে এই দেশের একজন মুসলমানের নাগরিকত্ব চলে যাবে না৷ কারণ এই নাগরিকত্ব আইন নাগরিকত্ব দেওয়ার আইন৷ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়৷’’

জানান, নাগরিকত্ব আইন নিয়ে সংখ্যালঘুদের ভয় পাওয়ার কিছু নেই৷ নাগরিকত্ব আইন সংখ্যালঘুদের নাগরিকত্ব ছিনিয়ে নেবে না৷ অন্য দেশে থেকে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন যাঁরা, তাদের কথা ৭০ বছর ধরে কেউ ভাবেনি৷ তাদের মানবাধিকারের কোথাও কেউ এখনও পর্যন্ত ভাবেনি৷ মোদি সরকার সততার সঙ্গে কাজ করছে৷ এর জন্য আপনারা কেউ ভয় পাবেন না৷ লক্ষ লক্ষ শরণার্থীদের জন্যই এই দেশ নতুন আইন চালু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 20 =