Aajbikel

জীবদ্দশায় বাংলায় NRC দেখে যাবেন মমতা, বিস্ফোক দিলীপ-মুকুল

কলকাতা: অসমে নাগরিকপঞ্জির প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত রাজপথে হেঁটেছেন তিনি৷ শ্যামবাজারে তৃণমূলের মঞ্চ থেকে কেন্দ্রকে বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো৷ এবার সেই তৃণমূল নেত্রীকে কাঠগড়ায় তুললেন বঙ্গ বিজেপি দুই নেতা৷ মমতাকে পাল্টা খোঁচা দিলীপ মুকুলের৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বেঁছে থাকা পর্যন্ত বাংলায় এনআরসি
 | 
জীবদ্দশায় বাংলায় NRC দেখে যাবেন মমতা, বিস্ফোক দিলীপ-মুকুল

কলকাতা: অসমে নাগরিকপঞ্জির প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত রাজপথে হেঁটেছেন তিনি৷ শ্যামবাজারে তৃণমূলের মঞ্চ থেকে কেন্দ্রকে বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো৷ এবার সেই তৃণমূল নেত্রীকে কাঠগড়ায় তুললেন বঙ্গ বিজেপি দুই নেতা৷ মমতাকে পাল্টা খোঁচা দিলীপ মুকুলের৷

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বেঁছে থাকা পর্যন্ত বাংলায় এনআরসি হবে না৷ মমতা থাকলে রাজ্যে এনআরসি হবে না, সেটা আমরাও জানি৷ আর আমরা সেই আগ্রহ করছি না৷ যেহেতু পরীক্ষামুলকভাবে আসামে এনআরসি করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে৷ আর সেখানকার সরকার ব্যবস্থা করেছে৷ দেখছে সেটা আগে সম্পন্ন হোক৷ তারপরে আমরা বাংলায় এনআরসি চালু করব৷ যোগ্য ভারতীয় নাগরিক, তাঁদের নাম বাদ যাবে না৷ বাংলায় যারা অবাঞ্ছিত নাগরিক আছেন, তাদের তাড়িয়ে দেয়া হবে৷’’

দিলীপের আরও অভিযোগ, ‘‘অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে দেশ থেকে তাড়ানো হবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকাকালীন দেশে নোটবন্দি হয়েছে৷ তিনি বিরোধিতা করেছেন৷ জিএসটি হয়েছে৷ ৩৭০ ধারা অনুচ্ছেদ প্রত্যাহার হয়েছে৷ তিনি বিরোধিতা করেছেন৷ এবার বাংলায় এনআরসি হবে, আর তিনি বিরোধিতা করবেন৷ এটা আমরা জানি৷’’ বাংলার আইন-শৃঙ্খলা প্রসঙ্গে দিলীপের দাবি, ‘‘পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মিরের থেকেও খারাপ৷ মমতার আগে সারদা-নারদার টাকা ফেরত নিয়ে৷ আমরা ব্যাংকের টাকা নিশ্চিত কি না, বুঝে নেব৷ চিন্তা করার কিছু নেই৷ বিশ্বজুড়ে আছে মন্দা আছে৷ তাই ভারতের অর্থনীতির প্রভাব পড়েছে৷ মন্দার সঙ্গে লড়াই করতে হচ্ছে আমাদের৷ আর অনুপ্রবেশকারীদের জন্য বাংলায় উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে৷ বিদেশিদের ঘরছাড়া করতেই হবে৷ এরা উন্নয়নের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে৷’’

এনআরসি ইস্যুতে মমতার বিরুদ্ধে ঘোলাজলে মাছ ধরার অভিযোগ তোলেন মুকুল রায়৷ বলেন, ‘‘পৃথিবীর সব দেশে নাগরিকপঞ্জি রয়েছে৷ যারা দেশের নাগরিক, তাঁদের নিয়ে দেশের নাগরিকপঞ্জি তৈরি হবে৷ আর এই কাজ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তা করার কারণ নেই৷ বৃহস্পতিবার নাগরিকপঞ্জির বিরোধিতায় বিশাল মিছিল শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলায় এনআরসির নামে বিজেপি অশান্তি তৈরি করার চেষ্টা করছেন৷’’ সেই প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে৷’’

Around The Web

Trending News

You May like