২৩ মে সমস্ত হিংসার জবাব পাবেন মমতা: মোদি

বালুরঘাট: ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরই মমতাজি বুঝতে পারবেন৷ বাংলার মানুষ তৃণমূূলকে যোগ্য জবাব দেবে বলে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই মানুষ দিদিকে কড়া জবাব দিয়েছেন বলেও জানান তিনি৷ চোপড়ার বিক্ষোভের প্রসঙ্গ তুলে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জনতা রুখে দাঁড়িয়ে বলেও মন্তব্য করেন মোদি৷ বলেন, ‘‘মিডিয়ায়

২৩ মে সমস্ত হিংসার জবাব পাবেন মমতা: মোদি

বালুরঘাট: ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরই মমতাজি বুঝতে পারবেন৷ বাংলার মানুষ তৃণমূূলকে যোগ্য জবাব দেবে বলে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই মানুষ দিদিকে কড়া জবাব দিয়েছেন বলেও জানান তিনি৷ চোপড়ার বিক্ষোভের প্রসঙ্গ তুলে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জনতা রুখে দাঁড়িয়ে বলেও মন্তব্য করেন মোদি৷ বলেন, ‘‘মিডিয়ায় দেখেছি আমাদের ভাইবোনরা কীভাবে টিএমসির গুন্ডাদের শিক্ষা দিয়েছে। এভাবেই ওদের প্রতিরোধ করুন৷’’

এই প্রথম বুনিয়াদপুরের মাটিতে দাঁড়িয়ে সংবাদমাধ্যের সমীক্ষা তুলে ধরে ‘স্প্রডবেকার দিদিকে কটাক্ষ করেন মোদি৷ বলেন, ‘‘ভোটের যা রিপোর্ট এসেছে, তাতে স্পিডব্রেকার দিদির ঘুমেও ব্রেক পড়েছে৷ বিজেপির পক্ষে যে ঢেউ উঠেছে, তা জনসভায় উপস্থিতদের সংখ্যাই বলে দিচ্ছে৷ প্রথম দফাতেই দিদির ঘুমের ব্যাঘাত ঘটেছে। আর দ্বিতীয় দফায় য়ে রিপোর্ট আসছে তাতে দিদির ঘুম ছুটেছে।’’

ভিনেতা ফিরদৌসের প্রচার বিতর্কে মন্তব্য করেন মোদি৷ বলেন, ‘‘এখানে তোষণ রাজনীতি চলছে, অন্য দেশ থেকে লোক এনে প্রচার করানো হচ্ছে৷ ভাবুন, তাহলে কী চলছে বাংলায়৷’’ জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা প্রসঙ্গে মোদির মন্তব্য, ‘‘পুরুলিয়ায় আমাদের আর এক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। বিজেপি সমর্থকদের আশ্বাস দিচ্ছি, এই অত্যাচারের পুরো বিচার হবে। হিংসা যারা করছে তাদের আইন অনুযায়ী কড়া শাস্তি দেওয়া হবে৷ মমতা দিদি পশ্চিমবঙ্গে যা করেছেন, তাতে ওকে ভবিষ্যত মাফ করবে না৷ মা মাটি মানুষের নামে ধোঁকা দিয়েছেন। একসময় ওকে দেখে আমিও ভুল করেছিলাম৷ টিভিতে ওকে যখন দেখতাম তখন মনে হয়েছিল উনি গরিব মানুষের জন্য লড়াই করছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ভুল ভেঙেছে৷’’

এদিন দুর্নীর প্রসঙ্গ তুলে বলেন, গরিবের পুরো টাকার হিসেব নেব৷ চিটফান্ড দুর্নীতির প্রতিটি টাকার হিসেবে দিতে হবে৷ পিসি-ভাইপো মিলে যে ভাবে পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন তার জবাব দিতে হবে৷ পশ্চিমবঙ্গের মডেল গোটা দেশে লাগু করবেন দিদি৷ এই স্বপ্নই এখন দেখছেন দিদি৷ কিন্তু, তা কার্যকর হবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =