কলকাতা: ভোটের প্রচার শেষ৷ নির্বাচানী জনসভা থেকে কংগ্রেস-বিজেপিকে কাঠগড়ায় তুলে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ শেষ দফার ভোটের আগে সেই ঝাঁজ আরও চড়িয়েছেন মমতা৷ বিদ্যাসগরের মূর্তি ভাঙায় নির্বাচনী সভা থেকে ভাষণে আগুন ঝড়িয়েছেন মমতা৷ এবার সেই রেশ অব্যাহত রেখে ফের একবার গর্জে উঠলেন বাংলার অগ্নিকন্যা৷ কলমে তুললেন ঝড়৷
বিদ্যাসগরের মূর্তি ভাঙায় প্রতিবাদ জানিয়ে লিখলেন কবিতা৷ ‘ভাঙতে শিখেছ/গড়তে শেখনি/ভাঙাই তোমাদের কাজ/ভাঙতে গেলে থামতে হবে/ছিঃ ছিঃ নেইকো লাজ/হাত-পা ভাঙলে জোড়া লাগে/হৃদয় ভাঙলে জোড়ে না/মায়ের জীবন শেষ হলেও/মা কখনো হারায় না।/ ঐতিহ্য নিয়ে খেলছো খেলা/বাংলাকে নিয়ে খেলো না,/সংস্কৃতির জাগরণ বাংলার মুক্তি/এত অবজ্ঞা কর না। / তোমাদের আছে অর্থের জোর / আর আমাদের প্রাণ-ভরা শ্রদ্ধা/ বিদ্যার সাগর, আমি লজ্জিত /ক্ষমা চাওয়ার নেই স্পর্ধা!!!’
— Mamata Banerjee (@MamataOfficial) May 17, 2019
মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা কোনও নতুন বিষয় নয়। তাঁর রচিত ছড়ার বই কথাঞ্জলির বাজার কাটতি ভাল। অতীতেও নানা সময়ে মমতা বিরোধীদের জবাব দিয়েছেন কবিতায় গানে। এনআরসি এর বিরুদ্ধেও তিনি শব্দে শব্দে জো়ড় বাঁধিয়ে কবিতার জন্ম দিয়েছিলেন। কবিতার নাম ছিল ‘পরিচয়’। এইকবিতায় মমতা ছুঁয়ে গিয়েছিলেন ‘মন কি বাত’, থেকে ‘আধার’-এর মত সমসাময়িক প্রসঙ্গগুলি। এবার সেই তালিকায় নবতম সংযোজন এই কবিতা, ‘লজ্জিত’।