তৃণমূলের টিকিট কেলেঙ্কারির পর্দাফাঁস মমতার, দিলেন দাওয়াই

কলকাতা: ইচ্ছেমত টিকিট বিলি করেছেন জেলার নেতারা৷ এবার থেকে জেলার নেতাদের হাতে আর টিকিট দেওয়ার দায়িত্ব দেওয়া হবে না৷ পারফরমেন্স খতিয়ে দেখে তবেই টিকিট দেওয়ার ঘোষণা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়৷ নজরুলমঞ্চে কাউন্সিলারদের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পঞ্চায়েতের ভোট, পঞ্চায়েতের সদস্যরা করবে৷ সব থেকে সমস্যা তো পঞ্চায়েত ভোট৷ দল যাদের টিকিট দিল, লোকাল নেতারা অনেক টিকিট বদলে দিল৷

তৃণমূলের টিকিট কেলেঙ্কারির পর্দাফাঁস মমতার, দিলেন দাওয়াই

কলকাতা: ইচ্ছেমত টিকিট বিলি করেছেন জেলার নেতারা৷ এবার থেকে জেলার নেতাদের হাতে আর টিকিট দেওয়ার দায়িত্ব দেওয়া হবে না৷ পারফরমেন্স খতিয়ে দেখে তবেই টিকিট দেওয়ার ঘোষণা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়৷

নজরুলমঞ্চে কাউন্সিলারদের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পঞ্চায়েতের ভোট, পঞ্চায়েতের সদস্যরা করবে৷ সব থেকে সমস্যা তো পঞ্চায়েত ভোট৷ দল যাদের টিকিট দিল, লোকাল নেতারা অনেক টিকিট বদলে দিল৷ তাও তো করেছে৷ ৭০ হাজার৷ এবার আর কারো হাতে টিকিট দেব না৷ যার যা টিকিট, তার হাতে দেব৷ আমরা দেখেছি, জেলার নেতাদের হাতে টিকিটটা ধরে দেওয়া হল, ৭০ হাজার টিকিট৷ কোনও দলের পক্ষে ইন্ডিভিজুয়াল দেওয়া সম্ভব নয়৷ ইন্ডিভিজুয়াল গ্রামপঞ্চায়েতের মেম্বারদের দেওয়া সম্ভব নয়৷ কিন্তু, এবার সিস্টেম অন্যভাবে করতে হবে ইন্ডিভিজুয়াল করে৷ ফলে, নিজেরা ইচ্ছে মতো, ভোল লোকটাকেও অনেক জায়গায় বাদ দেওয়া হয়েছে৷ এটার খবর আমরা পেয়েছি৷ পুরসভা কিছু কিছু আছে৷ পুরসভার টিকি ওই ভাবে দেবেন না৷ ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়াল টিকিট দেবেন৷ কোনও জেলার নেতার কথায়, বা কারো কথায় টিকিট দেবেন না৷ পারফর্মেন্স দেখা হবে, ভাল করে কাজ করবে, তবে টিকিট দেবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =