মোদির বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারির পর্দাফাঁস মমতার

মথুরাপুর: মোদির বিরুদ্ধে নয়া চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের নির্দেশ দিলেন মমতা৷ তৃণমূলের প্রচার মঞ্চ থেকেই মমতার হুঁশিয়ারি, ‘‘আমার হাতে সমস্ত তথ্যপ্রমাণ আছে৷ পুলিশকে বলব গোটা ঘটনার তদন্ত করতে৷’’ এদিন সরাসরি মোদিকে কাঠগড়ায় তোলেন মমতা৷ চিটফান্ড মালিকের জমিতে মোদির সভা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি৷ প্রধানমন্ত্রী যে

মোদির বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারির পর্দাফাঁস মমতার

মথুরাপুর: মোদির বিরুদ্ধে নয়া চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের নির্দেশ দিলেন মমতা৷ তৃণমূলের প্রচার মঞ্চ থেকেই মমতার হুঁশিয়ারি, ‘‘আমার হাতে সমস্ত তথ্যপ্রমাণ আছে৷ পুলিশকে বলব গোটা ঘটনার তদন্ত করতে৷’’

এদিন সরাসরি মোদিকে কাঠগড়ায় তোলেন মমতা৷ চিটফান্ড মালিকের জমিতে মোদির সভা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি৷ প্রধানমন্ত্রী যে মাঠে সভা করছেন, সেই জমির মালিকের চিটফান্ড ব্যবসা আছে৷ আমার কাছে প্রমাণ আছে৷ পুলিশের কাছে দিলাম৷’’ বলেন, ‘‘চিটফান্ড নিয়ে বড়বড় কথা বলেন, তারপর এই করেন? লজ্জা করে না? নারদা-সারদা নিয়ে কথা বলেন৷’’

মঞ্চ থেকেই জানিয়ে দেন, ‘‘গতকাল জানতে পারলাম, এখানে বিনা লাইসেন্সে চিটফান্ড ব্যবসা হচ্ছে৷ তারপরই সঙ্গে সঙ্গে পুলিশের হাতে সব তথ্য তুলে দিয়েছি৷ ওই চিটফান্ড মালিকের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ৷ গ্রেফতার করা হবে ওই চিটফান্ড মালিককে৷ রাজ্যের কোনও মানুষকে আর চিটফান্ডের খপ্পরে পড়তে দেব না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twenty =