মুর্শিদাবাদ: অধীরের গড়ে দাঁড়িয়ে এবার অধীরের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পয়লা বৈশাখে দ্বিতীয় দফার প্রথম প্রচার মঞ্চ থেকেই সরাসরি কংগ্রেসের বিদায়ী সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে চাঁছাছোলা আক্রমণ শানালেন মমতা৷ ভোটের পর অধীরের বিরুদ্ধে সমস্ত কেস ডাইরি খোলার হুমকি তৃণমূল সুপ্রিমোর৷
সোমবার প্রথম বৈশাখের টানা গরম মাথায় দিয়ে ভরদুপুরে সভা করেন মমতা৷ সভামঞ্চ থেকে অধীরের বিরুদ্ধে মমতার হুঁশিয়ারি, ‘‘বহরমপুরের সাংসদ অনেক বড় বড় কথা বলেন৷ কোথায় থাকেন সারা বছর? আগে নিজের দিকে তাকান। আমাকে প্যান্ডোরার বাক্স খুলতে বলবেন না। আমি সব জানি৷’’
আরও বলেন, ‘‘ওঁর স্ত্রী যিনি মারা গিয়েছেন। তাঁর ভাই অরিজিৎ আমায় বলছিল, শুভেন্দু বলছিল, যে অ্যাফিডেভিট দিয়েছে ইলেকশনে, আগে যে একটা বউ ছিল, তিনি মারা গিয়েছেন৷ সেটা পর্যন্ত উল্লেখ করেননি৷ আমাকে বেশি ঘাঁটাবেন না৷ আমি সব জানি৷’’
অধীররের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এদিন মমতা বলেন, ‘‘তোমার বিরুদ্ধে কত কেস আছে? সব খুলব? আমরা ভদ্র বলে কিছু বলিনা। তুমি যে জঘন্য রাজনীতি করেছ, বহরমপুরের মানুষ কথা বলতে পারে না। কিন্তু তাঁরা একদিন কথা বলবেই৷’’
মুর্শিদাবাদে বেলডাঙা ও ভগবানগোলায় জোড়া সভা করে রাজ্যে বিয়াল্লিশটি আসনে ৪২ পেতে হলে, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রেও জয় চাই বলেও জানান মমতা৷ বেলডাঙার সভার থেকে কর্মী-সর্মথকদের উদ্বুদ্ধ করতে এই বার্তা দেন মমতা৷ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর এক সময়ের গড় মুর্শিদাবাদে দাঁড়িয়ে ফের একবার তাঁর ও জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আরএসএসের সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী।