প্রশান্ত কিশোরকে পাশে বসিয়ে দলীয় বৈঠক মমতার

কলকাতা : তৃণমূল ভবনে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের ডেকে পর্যালোচনা বৈঠক করলেন তৃণমূলনেত্রী৷ ওই বৈঠকে ছিলেন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ এই প্রথম তিনি তৃণমূলের দলীয় বৈঠকে হাজির ছিলেন৷ বাইপাসের ধারে তৃণমূল ভবনে এদিন ওই জেলার সাংসদ, বিধায়ক, কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যাদের ডাকা হয়েছিল৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে পাশে বসিয়ে বৈঠক করেন নেত্রী৷

প্রশান্ত কিশোরকে পাশে বসিয়ে দলীয় বৈঠক মমতার

কলকাতা : তৃণমূল ভবনে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের ডেকে পর্যালোচনা বৈঠক করলেন তৃণমূলনেত্রী৷ ওই বৈঠকে ছিলেন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর৷ এই প্রথম তিনি তৃণমূলের দলীয় বৈঠকে হাজির ছিলেন৷ বাইপাসের ধারে তৃণমূল ভবনে এদিন ওই জেলার সাংসদ, বিধায়ক, কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যাদের ডাকা হয়েছিল৷

সূত্রের খবর, এদিনের বৈঠকে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে পাশে বসিয়ে বৈঠক করেন নেত্রী৷ বৈঠকে দলনেত্রী ওই জেলার নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বকেই খারাপ ফলের জন্য সরাসরি দায়ী করেন৷ দলীয় নেতাদের কাটমানিতে পকেট ভরানো ও জনসংযোগ থেকে সরে আসাকেও দায়ী করা হয়৷ সূত্রের খবর, জেলা সভাপতি অজিত মাইতি ও গড়বেতার বিধায়ক আশিষ চক্রবর্তীকে তিরষ্কার করেছেন নেত্রী৷ এলাকায় ফিরে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + ten =