Aajbikel

বিধানসভা কক্ষের বাইরে মুখোমুখি মমতা-শুভেন্দু, দেখা হলেও কথা হল না

 | 
mamata

কলকাতাঃ একটা সময়ে দুজনেই ছিলেন একই দলের সহকর্মী। একজন নেত্রী, অন্যজন ভরসাযোগ্য যুবনেতা... বর্তমানে দুই জনের দুই ফুলে অবস্থান। একজন মুখ্যমন্ত্রী, অন্যজন বিরোধী দলনেতার ভূমিকায়। 

একুশের বিধানসভায় একই আসনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী... সেদিন দলের প্রাক্তন নেতার কাছে পরাজিত হয়েছিলেন নেত্রী... পরে ভবাণীপুর আসন থেকে লড়াই করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এরপর থেকে বঙ্গ রাজনীতির এই দুই প্রতিদ্বন্দ্বী চরিত্র সামনা সামনি না এলেও একে অপরকে ছেড়ে কথা বলেন নি কেউই। মমতা সরাসরি শুভেন্দুর নাম মুখে না আনলেও, নন্দীগ্রামের বিধায়ক অবশ্য মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন... লেডি কিম, চোরেদের রাণী’র মতো নানারকম বিশেষণও মাঝে মধ্যে যোগ করেন তিনি।      

তবে, ব্যতিক্রম ছিল বৃহস্পতিবার। যেদিন একই পরিসরে থেকেও একে অপরের জন্য একটাও কথা খরচ করলেন না মমতা-শুভেন্দু।  কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দুজনেই। 

হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে প্রায় সাড়ে ৫ মাস পরে বিধানসভার কক্ষের বাইরে মুখোমুখি দেখা হয় মমতা-শুভেন্দুর। কিন্তু, কোনও কথা হল না দুজনের।।

অনুষ্ঠানে যোগ দিতে এদিন সকাল পৌনে ১১টা নাগাদই অনুষ্ঠানস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অবশ্য তার আগেই সেখানে ছিলেন৷ সূত্রের খবর, ১ নম্বর এজলাসে ঢোকার মুখেই প্রায় বসেছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে দেখে সৌজন্য দেখিয়ে আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু, দেখেও এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত বাকিদের সঙ্গে সৌজন্য বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন।

তবে অসৌজন্য মূলক আচরণের নজির এটাই প্রথম নয়। বিধানসভা কক্ষের বাইরে একাধিকবার মমতা-শুভেন্দুর দূরত্বের ছবি সামনে এসেছে।


গত বছর ডিসেম্বর মাসে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় দু’জনে উপস্থিত থাকলেও তাঁদের পারস্পরিক সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি। শুভেন্দু অধিকারী থেকেছেন রেলের মঞ্চে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকেছেন মঞ্চের নীচে। পরে মঞ্চে না ওঠার জন্য মমতাকে রাজনৈতিক আক্রমণও করেছিলেন বিরোধী দলনেতা।
 

যদিও, তাদের পারস্পরিক সৌজন্যের একাধিক মুহূর্তের সাক্ষী রয়েছে   বিধানসভা ভবন। 

গত নভেম্বর মাসে বিরোধী দলনেতাকে বিধানসভায় নিজের ঘরে চা খেতে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। শুভেন্দুও বিজেপির কয়েক জন বিধায়ককে নিয়ে সেই আমন্ত্রণ রক্ষা করেছিলেন  সেদিন। মমতার পা ছুঁয়ে প্রণামও করেছিলেন একদা তাঁর অন্যতম সেনাপতি। আবার,  বিধানসভায় বিরোধীদের আসনের সামনে গিয়ে হাতজোড় করে সৌজন্য জানাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যপাধ্যায়কেও। শুভেন্দুও মমতাকে প্রতি নমস্কার জানিয়েছেন। 
কিন্তু চা-পানের আমন্ত্রণ বা হাতে গোনা কিছু মুহূর্ত ছাড়া বিধানসভা কক্ষের বাইরে সেইভাবে চোখে পড়েনি মমতা-শুভেন্দুর সৌজন্য- সাক্ষাৎ। 

Around The Web

Trending News

You May like