কলকাতা: কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তির্যক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় তুলে আইন-শৃঙ্খলা ও ভূস্বর্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিয়েছেন মোদি-শাহের সরকারকে দিয়েছেন খোঁচা৷ মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে মোটা টাকার অর্থসাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷
বাঙালি শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক ভাবে তাঁদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার৷ পুলওয়ামায় রাজ্যের দুই শহিদ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই ভূস্বর্গে ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুতেও পাঁচ লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা রাজ্যের৷ একই সঙ্গে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানার দায়িত্ব মুখ্যমন্ত্রী ন্যস্ত করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংয়ের উপর৷ একই সঙ্গে দলের নেতা-কর্মীদের মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘‘কাশ্মীরের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে না৷ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের৷ সত্যিটা জানতে উপযুক্ত তদন্ত চাই৷’’ কাশ্মীর ইস্যুতে টুইটারে ফের খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
In a most unfortunate incident in Kashmir yesterday, five innocent labourers were brutally killed in a pre planned manner.
We are totally shocked!
Presently there are no political activities in Kashmir and entire law and order is with the Government of India.(1/3)— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2019
We, therefore, demand a strong investigation so that the real truth comes out. We are deputing Shri Sanjay Singh ADG South Bengal to find out details from them.(2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2019
Our party MPs and MLAs have reached Murshidabad to meet the family members of victims.
Our government is providing Rs Five lakh each to the victim’s family and render all assistance to them.(3/3)— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2019
শ্রমিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ‘‘আমি বাকরুদ্ধ৷ মুর্শিদাবাদের পাঁচ শ্রমিককে হারালাম৷ কোন মন্তব্যই সান্ত্বনা দেওয়ার জন্য যথেষ্ট নয়৷ নিহত পরিবারকে সবরকম সাহায্য দেওয়া হবে৷ এই পরিস্থিতিতে সব সাহায্যের জন্য প্রস্তুত আমরা৷’’ টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷