মৃত ৫ শ্রমিক পরিবারকে মোটা অনুদান রাজ্যের, বিচার চাইলেন মমতা

কলকাতা: কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তির্যক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় তুলে আইন-শৃঙ্খলা ও ভূস্বর্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিয়েছেন মোদি-শাহের সরকারকে দিয়েছেন খোঁচা৷ মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে মোটা টাকার অর্থসাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ বাঙালি শ্রমিকদের পরিবারের পাশে

8056e799e7b544bc0dbd54ccd7d444a4

মৃত ৫ শ্রমিক পরিবারকে মোটা অনুদান রাজ্যের, বিচার চাইলেন মমতা

কলকাতা: কাশ্মীরে ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তির্যক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় তুলে আইন-শৃঙ্খলা ও ভূস্বর্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিয়েছেন মোদি-শাহের সরকারকে দিয়েছেন খোঁচা৷ মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে মোটা টাকার অর্থসাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

বাঙালি শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক ভাবে তাঁদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার৷ পুলওয়ামায় রাজ্যের দুই শহিদ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই ভূস্বর্গে ৫ বাঙালি শ্রমিকের মৃত্যুতেও পাঁচ লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা রাজ্যের৷ একই সঙ্গে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানার দায়িত্ব মুখ্যমন্ত্রী ন্যস্ত করেছেন এডিজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংয়ের উপর৷ একই সঙ্গে দলের নেতা-কর্মীদের মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘‘কাশ্মীরের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে না৷ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের৷ সত্যিটা জানতে উপযুক্ত তদন্ত চাই৷’’ কাশ্মীর ইস্যুতে টুইটারে ফের খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

শ্রমিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ‘‘আমি বাকরুদ্ধ৷ মুর্শিদাবাদের পাঁচ শ্রমিককে হারালাম৷ কোন মন্তব্যই সান্ত্বনা দেওয়ার জন্য যথেষ্ট নয়৷ নিহত পরিবারকে সবরকম সাহায্য দেওয়া হবে৷ এই পরিস্থিতিতে সব সাহায্যের জন্য প্রস্তুত আমরা৷’’ টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *