কলকাতা: এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দোলা সেন৷ কিন্তু, দোলা সেনের এই জয়ের পিছনে বিজেপির হাত রয়েছে বলে সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ সাফ জানিয়ে দেন, ‘‘দোলা সেনকে জেতাতে তৃণমূল বিজেপির সহযোগিতা চাওয়া হয়েছিল৷ বিজেপির সমর্থন চেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির সমর্থনে দোলা সেন জয়ী হয়েছেন৷’’
এর নিয়ে আগেই তৃণমূল-বিজেপির আঁতাতের অভিযোগ তুলেছিলেন প্রদীপ ভট্টাচার্য৷ তিনি জানান, সংসদে বিল পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে পাশে পাওয়ার বার্তা দিতেই বিজেপি তৃণমূলকে ভোট দিয়েছে৷ বিজেপির দুই এমপি প্রকাশ জাভরেকর, ভূপেন্দ্র যাদবের কাছে ক্ষোভ প্রকাশ করেন প্রদীপবাবু৷ বলেন, বাংলায় তৃণমূল বিজেপিকে মারছে বলে সোচ্চার হন, আর এখানে ওদেরই ভোট দিচ্ছেন৷
ইএসআইসির সদস্য নির্বাচনে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ৯০টি ভোট পেয়ে জয়ী হন৷ দোলার প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য৷ তিনি পান ৪৬টি ভোট৷ প্রার্থী সিপিএমের পেয়েছেন মাত্র ৮টি ভোট৷ বাতিল হল ১২টি ভোট৷ মোট ভোট পড়ল ১৫৬ টি৷