ভোটের ফলাফল দেখে জরুরি বৈঠকে মমতা

কলকাতা: আগামীকাল কালীঘাটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বৈঠক। লোকসভা নির্বাচনে ফলের পর্যালোচনার জন্যই শনিবার বিকাল ৪টেতে এই বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন লোকসভা নির্বাচনে ৪২ জন প্রার্থীই। এছাড়াও থাকবেন দলীয় বিধায়করা। বৃহস্পতিবার ভোটের ফল পুরোপুরি প্রকাশ হওয়ার আগেই টুইটারে নিজের মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের পর ফলাফলের ময়নাতদন্ত হবে বলে সাফ

ভোটের ফলাফল দেখে জরুরি বৈঠকে মমতা

কলকাতা: আগামীকাল কালীঘাটে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বৈঠক। লোকসভা নির্বাচনে ফলের পর্যালোচনার জন্যই শনিবার বিকাল ৪টেতে এই বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন লোকসভা নির্বাচনে ৪২ জন প্রার্থীই। এছাড়াও থাকবেন দলীয় বিধায়করা।

বৃহস্পতিবার ভোটের ফল পুরোপুরি প্রকাশ হওয়ার আগেই টুইটারে নিজের মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের পর ফলাফলের ময়নাতদন্ত হবে বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷

এদিন টুইট করে মুখ্যমনন্ত্রী লেখেন, ‘‘জয়ীদের অভিনন্দন৷ পরাজিত হওয়া মানেই হার নয়৷ আমাদের সবটাই মূল্যায়ন করতে হবে৷ গণনা প্রক্রিয়া এখনও শেষ হয়নি৷ ভিভিপ্যাট মিলিয়ে দেখা এখনও বাকি৷’’

Congratulations to the winners. But all losers are not losers. We have to do a complete review and then we will share our views with you all. Let the counting process be completed fully and the VVPATs matched

— Mamata Banerjee (@MamataOfficial) May 23, 2019

ভোট শুরুতেই দিল্লি দখলের লক্ষ্যে ৪২-এ ৪২-এর টার্গেট নিয়ে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে তৃণমূল সরকার গড়বে বলেও আশ্বাস দেন৷ কিন্তু, আজ ভোটের ফল প্রকাশের পর পরিস্কার গোটা বিষয়৷ জয়-পরাজয় মেনে নিয়েই এই দলে শুদ্ধিকরণের পথে হাঁটতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =