অধীর হারতেই প্রদেশ নেতৃত্বকে ‘উপেক্ষা’ করে নবান্নে চিদম্বরম! কী বার্তা?

বিধানভবনকে উপেক্ষা হাইকমান্ডের? মমতা-চিদম্বরম বৈঠক (Mamata- P Chidambaram Meet) লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী হেরে যাওয়ায় বিধানভবনকে উপেক্ষা করল হাইকমান্ড? অন্তত বৃহস্পতিবারের ঘটনায়…

Mamata P Chidambaram Meet

বিধানভবনকে উপেক্ষা হাইকমান্ডের? মমতা-চিদম্বরম বৈঠক (Mamata- P Chidambaram Meet)

লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী হেরে যাওয়ায় বিধানভবনকে উপেক্ষা করল হাইকমান্ড? অন্তত বৃহস্পতিবারের ঘটনায় সেই জল্পনা এখন তুঙ্গে। কারণ প্রদেশ কংগ্রেসকে সম্পূর্ণ অন্ধকারে রেখে বৃহস্পতিবার দুপুরে কলকাতা বিমানবন্দরের নেমে সোজা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আধ ঘণ্টা বৈঠক করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।

তৃণমূলের সঙ্গে জোট করেনি প্রদেশ কংগ্রেস (Congress leadership crisis)

ঘটনা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন তখনও তাঁর সঙ্গে প্রবল বিরোধ ছিল অধীর চৌধুরীর। সেই বিরোধ মিটে যাওয়া দূরের কথা, বিগত কয়েক বছরে তা বহুগুণে বেড়েছে। তাই এআইসিসি চাইলেও লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করেনি প্রদেশ কংগ্রেস।

তৃণমূলের প্রশংসায় উচ্ছ্বসিত কংগ্রেস হাইকমান্ড (Congress and TMC)

মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অনড় মনোভাবের জন্যই তৃণমূলের সঙ্গে জোট না হয়ে বামেদের সঙ্গে আসন সমঝোতা হয় কংগ্রেসের। কিন্তু বহরমপুর কেন্দ্রে মর্যাদার লড়াইয়ে তৃণমূলের কাছে পরাজিত হন অধীর। এরপরই চুপচাপ হয়ে গিয়েছেন তিনি। কিন্তু বাংলায় ২৯টি আসনে জিতে যে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল তার প্রশংসায় উচ্ছ্বসিত কংগ্রেস হাইকমান্ড।

বিধানভবনকে কার্যত উপেক্ষা করল এআইসিসি (Congress infighting)

এই পরিস্থিতিতে কিছুদিনের মধ্যেই লোকসভার অধিবেশন শুরু হচ্ছে। সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে প্রথম থেকেই চেপে ধরার জন্য প্রস্তুত বিরোধীরা। সেই সূত্রে রাজ্য কংগ্রেসের কাউকে না জানিয়ে কলকাতায় এসে নবান্নে মমতার সঙ্গে বৈঠক করেছেন চিদম্বরম, এমনটাই মনে করা হচ্ছে। সাধারণভাবে দিল্লি থেকে কংগ্রেসের শীর্ষ নেতা কোনও রাজ্যে গেলে সেখানকার কংগ্রেস নেতাদের তাঁর সফর সম্পর্কে জানানোটাই রীতি। কিন্তু এদিন রাজ্য কংগ্রেসকে যেভাবে অন্ধকারে রেখে নবান্নে গিয়ে মমতার সঙ্গে বৈঠক করলেন পি চিদাম্বরম, তাতে একটা কথাই বলতে হয় প্রদেশ কংগ্রেস, অর্থাৎ বিধানভবনকে কার্যত উপেক্ষা করল এআইসিসি।

অধীরকে বার্তা দিল কংগ্রেস হাইকমান্ড? (Congress state leadership tensions)

এভাবেই কী অধীরকে স্পষ্ট বার্তা দিয়ে দিল কংগ্রেস হাইকমান্ড? এটাই কী বুঝিয়ে দেওয়া হল যে আগামী দিনে তৃণমূলের সঙ্গে মসৃণ সম্পর্ক রেখে চলতে হবে রাজ্য কংগ্রেসকে? অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীরের যে আর গুরুত্ব থাকছে না, সেটাও কী স্পষ্ট হয়ে গেল? তবে কী এই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়াটা শুধু সময়ের অপেক্ষা? এর উত্তর রয়েছে সেই সময়ের গর্ভেই।- ফাইল ছবি

 

আরও পড়ুন-

কংগ্রেসের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ কারা? তাঁদের মোকাবিলা কীভাবে? 

দিনহাটায় অবাধ ভোট হয়েছে বলে ‘ক্ষুব্ধ’ উদয়ন! 

বামেদের সঙ্গে জোট ভেঙে তৃণমূলমুখী কংগ্রেস? 

পরিস্থিতি বেগতিক! চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ছক 

ভোট মিটতেই রাজ্যে কেন্দ্রীয় দল! প্রতিহিংসা নাকি?

 

Politics: P Chidambaram‘s surprise meeting with Mamata Banerjee sparks questions about Congress’s relationship with the state leadership. Read more about the implications.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *