নয়া ফর্মুলায় লোকসভার প্রার্থী তালিকা মমতার, বাদের খাতায় কারা?

কলকাতা: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার হওয়ার আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে শাসক তৃণমূল৷ সোমবার নজরুল মঞ্চে কোর কমিটির বৈঠক থেকে প্রার্থী তালিকা নিয়ে ইঙ্গিত দিলেও দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোর কমিটির বৈঠকের আগেই শুরু হয়েছে জোর জল্পনা৷ কারা কারা পাচ্ছেন টিকিট? কাদের নাম বাদ দিতে পারেন দলনেত্রী? দলের অন্দরে শুরু হয়েছে কানাঘুসো৷ তৃণমূল

b9a74dbbb05631db08ce81edbd528dee

নয়া ফর্মুলায় লোকসভার প্রার্থী তালিকা মমতার, বাদের খাতায় কারা?

কলকাতা: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার হওয়ার আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে শাসক তৃণমূল৷ সোমবার নজরুল মঞ্চে কোর কমিটির বৈঠক থেকে প্রার্থী তালিকা নিয়ে ইঙ্গিত দিলেও দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোর কমিটির বৈঠকের আগেই শুরু হয়েছে জোর জল্পনা৷ কারা কারা পাচ্ছেন টিকিট? কাদের নাম বাদ দিতে পারেন দলনেত্রী? দলের অন্দরে শুরু হয়েছে কানাঘুসো৷

তৃণমূল সূত্রে খবর, গতবারের ছক এবার ভাঙতে পারেন মুখ্যমন্ত্রী৷ গত লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, কোনও বিধায়ক লোকসভার টিকিট পাবেন না৷ কেননা, লোকসভা পর নতুন করে উপ নির্বাচন করানোর ঝক্কি তিনি নিতে চান না বলেও সাফ জানিয়ে দেন৷ কিন্তু, এবার পরিস্থিতির বদল ঘটেছে৷ দিল্লি দখলের লক্ষ্যে এবার পূর্ণ শক্তি দিয়ে দল সাজাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেননা, পরিস্থিতি যা, তাতে সরকার গঠনের হাতছানি রয়েছে তৃণমূলের কাছে৷ ফলে, বহু অঙ্ক কষে এবার প্রার্থী তালিকা তৈরি করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো৷

ঘাস-ফুল সূত্রে খবর, এবারের নির্বাচনে বেশ কিছু বিধায়ক, মন্ত্রিসভার একাধিক সদস্য ও এমনকী তৃণমূলের রাজ্যসভার কয়েক জন সাংসদকেও লোকসভায় প্রার্থী করতে পারেন মমতা৷ সূত্রের খবর, কোতুলপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন দলনেত্রী৷ মালদহে খাতা না খোলা তৃণমূলে এবার পেয়েছে কংগ্রেসের নূরকেও৷ মৌসম নূর তৃণমূলের টিকিট নিশ্চিত করে ফেলেছেন৷ শোনা যাচ্ছে, শ্রম ও জন স্বাস্থ্য কারিগরী মন্ত্রী মলয় ঘটককেও এবার লোকসভার প্রার্থী করা হতে পারে৷ দলের অন্দরে খবর, মমতা এবার এমন কাউকে বেছে বেছে নিতে চাইছেন, যাঁদের প্রকৃতই জেতার সম্ভাবনা রয়েছে, এবার দিল্লিতে গিয়ে হিন্দি-ইংরেজি বলার দক্ষতা রাখেন৷ কারণ, সংসদে মুখে বলেই দাবি ছিনিয়ে আনতে হয়৷

জানা গিয়েছে, সব দিক বিবেচনা করে বর্তমান বেশ কিছু সাংসদদের টিকিট নাও দিতে পারেন মমতা৷ টিকিট না পাওয়ার তালিকায় পড়তে পারেন বাঁকুড়ায় মুনমুন সেন, ঘাটালে অভিনেতা দেব, মেদিনীপুরে সন্ধ্যা রায়, কৃষ্ণনগরে তাপস পাল, ঝাড়গ্রামে উমা সরেন, পুরুলিয়ায় মৃগাঙ্ক মাহাতো, বসিরহাটে ইদ্রিস আলি, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ কোচবিহারে পার্থপ্রতিম রায়বর্মনের টিকিট না পাওয়ার সম্ভবনা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *