ফের কাছাকাছি সোনিয়া-মমতা, প্রশ্নের মুখে বাম-কংগ্রেস জোট! বিজেপিকে ‘ওয়াকওভার’?

ফের কাছাকাছি সোনিয়া-মমতা, প্রশ্নের মুখে বাম-কংগ্রেস জোট! বিজেপিকে ‘ওয়াকওভার’?

নয়াদিল্লি: তখন ছিল লোকসভা নির্বাচন৷ কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে মহাজোট বেঁধেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কংগ্রেস-সহ দক্ষিণী নেতাদের আনিয়ে বিরাট সভা করেছেন৷ কিন্তু, লোকসভা ভোটে ধরাশায়ী হয়েছিল মহাজোট৷ তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে৷ সামনে বিধাসভা ভোট৷ এবারও সেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, বাংলা ভোটের আগে সেই তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই করতে জোট বেঁধেছে বাম-কংগ্রেস৷ কিন্তু, সেই জোটের পথে কাঁটা বিছিয়ে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কংগ্রেস সভানেত্রীর ভার্চুয়াল বৈঠক ঘিরে নতুন করে চর্চায় বাম-কংগ্রেস জোট৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমিয়া গান্ধীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠের ইস্যু নিট-জয়েন্ট পরীক্ষা পিছনোর দাবি হলেও কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহের লইন তৈরি করা বৈঠকের লক্ষ্য হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ বিভিন্ন ইস্যুতে বিরোধী রাজ্যগুলির সঙ্গে মিলে কেন্দ্রকে একজোটে চাপ দেওয়ার কৌশল তৈরি হতে পারে বলেও খবর৷

আজ বুধবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে যোগ দেবেন আরও চার রাজ্যের মুখ্যমন্ত্রী৷ পাঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিং থেকে শুরু করে ছত্তিসগড়ের ভূপেশ বাঘেল, মহারাষ্ট্রের উদ্ধব থ্যাকারে থেকে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন এই বৈঠকে অংশ নিতে পারেন বলে খবর৷

আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে৷ তার আগে সোনিয়া-মমতার উদ্যোগে ভার্চুলায় বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে৷ বাংলা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সখ্যতা বাম-কংগ্রেস জোটে ভাঙন ধরাবে? এমনিতেই দলবদলের সৌজন্যে বাংলা কংগ্রেস ছিন্ন বিচ্ছিন্ন৷ ভোট ব্যাঙ্ক হারিয়ে ৩৪ বছর বাংলা শাসন করা বামফ্রন্ট তৃতীয় স্থানে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে বাম-কংগ্রেস জোট বেঁধে লড়াই করলেও লোকসভায় তা হয়নি৷ জোট না হওয়ায় ফসল কুড়িয়েছে বিজেপি৷

এবার, বাংলা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস-তৃণমূলের যোগাযোগ বৃদ্ধি জোটের পথে বাঁধা হয়ে দাঁড়াবে না তো? দিল্লিতে বন্ধুত্ব, বাংলায় লড়ই, এই নীতি আদৌও মেনে নেবেন তো দলের নিচু তলার কর্মীরা৷ বাংলা ভোটের আগে বাম-কংগ্রেস জোট ভাঙলে বিজেপিকে ‘ওয়াকওভার’ দেওয়া হয়ে যাবে না? লোকসভা নির্বাচনের ফলাফল দেখেও কি শিক্ষা নেবে না? প্রশ্ন তুলছেন জোট পন্থী শিবিরের একাংশের৷-ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =