ত্রিশঙ্কু ফলের আশায় মুখিয়ে মমতা, আজ দিল্লিতে ধর্না

কলকাতা: এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফলকে পাত্তা না দিয়ে সপ্তদশ লোকসভা গঠনের লক্ষ্যে বিরোধীদের নিয়ে তৎপরতা শুরু করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল ত্রিশঙ্কু হতে চলেছে। এই বিষয়ে আত্মপ্রত্যয়ী তৃণমূল নেত্রী সোমবার দিনভর দেশের বিভিন্ন নেতার সঙ্গে ফোনালাপ সেরেছেন। আজ মঙ্গলবার তৃণমূল সহ দেশের ২১টি বিরোধী দল দিল্লিতে

ত্রিশঙ্কু ফলের আশায় মুখিয়ে মমতা, আজ দিল্লিতে ধর্না

কলকাতা: এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফলকে পাত্তা না দিয়ে সপ্তদশ লোকসভা গঠনের লক্ষ্যে বিরোধীদের নিয়ে তৎপরতা শুরু করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল ত্রিশঙ্কু হতে চলেছে।

এই বিষয়ে আত্মপ্রত্যয়ী তৃণমূল নেত্রী সোমবার দিনভর দেশের বিভিন্ন নেতার সঙ্গে ফোনালাপ সেরেছেন। আজ মঙ্গলবার তৃণমূল সহ দেশের ২১টি বিরোধী দল দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চলেছে। বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে কমিশনের বিরুদ্ধে বিরোধীদের এই এককাট্টা হওয়ার প্রেক্ষিতেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কালীঘাটে মমতার বাসভবনে আলোচনায় বসেছিলেন।

বুথ ফেরত সমীক্ষার নেপথ্যে যে বিজেপির ষড়যন্ত্র সক্রিয়, সেবিষয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও মমতার সুরেই সরব হয়েছেন। একইভাবে কেন্দ্রের শাসকদলের হয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব সম্পর্কে বিরোধী শিবির ঐক্যমত হয়েছে। বুথ ফেরত সমীক্ষার নেপথ্যে কারচুপির অভিযোগকে ঘিরেও বিরোধীদের এক সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =