লোকসভার প্রচারে ঝাঁপাচ্ছেন মমতা, নয়া কর্মসূচির ঘোষণা তৃণমূলের

কলকাতা: শিয়রে নির্বাচন৷ কড়া নাড়ছে নির্বাচন কমিশমন৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন৷ ফলে, হাতে সময় খুবই কম৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৮ মার্চ শহর কলকাতায় বিশাল মিছিল করে ভোট প্রচার শুরু করবেন মমতা৷ ৮ মার্চ বিশ্ব নারী দিবস৷ ওই দিনে

লোকসভার প্রচারে ঝাঁপাচ্ছেন মমতা, নয়া কর্মসূচির ঘোষণা তৃণমূলের

কলকাতা: শিয়রে নির্বাচন৷ কড়া নাড়ছে নির্বাচন কমিশমন৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন৷ ফলে, হাতে সময় খুবই কম৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৮ মার্চ শহর কলকাতায় বিশাল মিছিল করে ভোট প্রচার শুরু করবেন মমতা৷ ৮ মার্চ বিশ্ব নারী দিবস৷ ওই দিনে নারী শক্তির উত্থান ঘটানোর লক্ষ্যে ভোট প্রচারে নামবেন মমতা৷

জানা গিয়েছে, ওই দিন তৃণমূল মহিলা শিবিরের ডাকা মহামিছিলে পা মিলিয়ে শুরু করবেন ভোটের প্রচার৷ ধর্মতলা পর্যন্ত হবে মিছিল৷ মিছিলে অংশ নেমেব মহিলা তৃণমূলের কর্মীরা৷ কমপক্ষে কয়েক হাজার জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ৮ মার্চ শুক্রবার হওয়ায় তৃণমূলের মহামিছিলের জেরে ধর্মতলা চত্বরে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে৷ পরিস্থিতি সামলাতে বেশ কিছু রুটে যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে খবর৷

অন্যদিকে, দিল্লি দখলের লক্ষ্যে আগামী শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ মহারাষ্ট্রের ধুলে থেকে প্রচার শুরু করতে চলেছে তিনি৷ কিন্তু, কেন এই কেন্দ্র থেকেই প্রথম প্রচার শুরু করতে চাইছেন রাহুল?

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারনা, এমনিতেই মহারাষ্ট্রের ধুলেতে বেশ শক্তিশালী বিজেপি৷ তবে, বিজেপির শক্তিশালী হলেও গেরুয়া শিবিরের গালার কাঁটা হয়ে দাঁড়িয়েছে  শিবসেনা৷ শক্তি বাড়িয়ে চলেছে সপা ও এআইএমআইএমও৷ মনে করা হচ্ছে, বিজেপির দুর্গে ঢুকে প্রচার শুরু করে লড়াইয়ের বার্তা দিতে দিতে চলছেন রাগুল গান্ধী৷ প্রচারে উঠে আসতে পারে বিজেপির শরিক শিবসেনার সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + nineteen =