নিমতায় যাচ্ছেন মমতা, তৃণমূল নেতা খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

দমদম: উত্তর দমদম পুরসভার তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্য করল পুলিশ৷ প্রকাশিত হওয়া সিসিটিভি ফুটেজে গোটা খুনের ঘটনা ধরা পড়েছে৷ ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই ঘটনায় এক বিজেপি নেতা-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার বিকালে মৃত তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিকল্পনা মাফিক এই খুনের ঘটনা বলে জানাতে পেরেছে

3f0957a97c66764c5faf3a3a58eb207d

নিমতায় যাচ্ছেন মমতা, তৃণমূল নেতা খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

দমদম: উত্তর দমদম পুরসভার তৃণমূল সভাপতি নির্মল কুণ্ডু হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ্য করল পুলিশ৷  প্রকাশিত হওয়া সিসিটিভি ফুটেজে গোটা খুনের ঘটনা ধরা পড়েছে৷ ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই ঘটনায় এক বিজেপি নেতা-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার বিকালে মৃত তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

পরিকল্পনা মাফিক এই খুনের ঘটনা বলে জানাতে পেরেছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজ তারই প্রমাণ৷ ওই ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে একটি বাইকে করে এসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে যায়৷ পরে আরও একটি বাইকে এসে তৃণমূল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ মাথায় ও শরীরে লাগে গুলি৷ ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তৃণমূল কর্মী৷ গোটা ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন নবনির্বাচিত সাংসদ সৌগত রায়৷ পুলিশের ব্যর্থতাকেও দায়ী করেছেন তিনি৷ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ খুন শাসকদলের অন্তর্দ্বন্দ্বের ফল বলেও বিজেপির তরফে দাবি করা হয়েছে৷  খুনিদের হদিশ পেতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *