বাংলার গণতন্ত্রকে কবর দিয়েছেন মমতা: অমিত শাহ

কলকাতা: আজ বাংলায় ৪টি সভা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ হাওড়ার উলুবেড়িয়া, রামপুরহাট, কৃষ্ণনগর, বর্ধমানে সভা করবেন শাহ৷ বাংলায় প্রচার শুরু করার আগে সোমবার নিউটাউনে সাংবাদিক বৈঠক ডেকে মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদির সেনাপতি অমিত শাহ৷ এদিন সাংবাদিক বৈঠক ডেকে বাংলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ বিজেপি ক্ষমতায় এলে বাংলায় এনআরসি হবে

বাংলার গণতন্ত্রকে কবর দিয়েছেন মমতা: অমিত শাহ

কলকাতা: আজ বাংলায় ৪টি সভা করবেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ হাওড়ার উলুবেড়িয়া, রামপুরহাট, কৃষ্ণনগর, বর্ধমানে সভা করবেন শাহ৷ বাংলায় প্রচার শুরু করার আগে সোমবার নিউটাউনে সাংবাদিক বৈঠক ডেকে মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদির সেনাপতি অমিত শাহ৷

এদিন সাংবাদিক বৈঠক ডেকে বাংলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ বিজেপি ক্ষমতায় এলে বাংলায় এনআরসি হবে বলেও মন্তব্য করেন৷ বাংলা ভোটের পরিস্থিতি তুলে ধরে মমতাকে আক্রমণ করেন অমিত শাহ৷ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গণতন্ত্রকে কবর দিয়েছেন৷ ২দফা ভোটের পর মমতা বুঝেছেন বুঝেছেন, তিনি হারছেন৷ তাই হতাশা থেকে কমিশনকে নিশানা কছেন৷ সভায় ভিড় হচ্ছে না বলেই মিছিলে হাঁটছেন মমতা৷ হতাশা হয়ে পড়েছেন মমতাদি৷’’

অমিতের দাবি, ‘‘বাংলায় দুই দফায় ৮১ শতাংশ ভোট পড়েছে৷ পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলায় মোদি ঝড় চলছে৷ আর সেই কারণে ভয়ের পরিবেশ তৈরি করেছে তৃণমূল। ভয় পাবেন না৷ রাজ্যে বড় পরিবর্তন হতে চলেছে৷’’ এনরসি ইস্যু খুঁচিয়ে তুলে বলেন, ‘‘বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের এবার নাগরিকত্ব পাবেন৷ নাগরিকত্ব বিল নিয়ে কোনও অস্পষ্টতা নেই৷ বিজেপি ক্ষমতায় এসে দেশজুড়ে এনআরসি করবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =