‘তৃণমূল ইন্টারন্যাশনাল’, জাতীয় দলের তকমা বিতর্কে মমতা

কলকাতা: শহিদ দিবসের সমাবেশে মঞ্চে বিজেপিকে আক্রমণ করে জাতীয় দলের মর্যাদা বিকর্তে ঘুরিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাটমানি ইস্যু নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ মমতার৷ এদিন শহিদ মঞ্চ থেকে বিজেপিকে, ‘কুঁচো চিংড়ি’, ‘ল্যাটা’ মাছের দল বলেও আক্রমণ করেন৷ বলেন, ‘‘কেউ কেউ বলছে ন্যাশনাল স্ট্যাটাস হারিয়েছে আমারা৷ আমি তাদের বলব, আমাদের ন্যাশনাল স্ট্যাটাসের দরকার নেই৷ আমরা ইন্টারন্যাশনাল৷’’

‘তৃণমূল ইন্টারন্যাশনাল’, জাতীয় দলের তকমা বিতর্কে মমতা

কলকাতা: শহিদ দিবসের সমাবেশে মঞ্চে বিজেপিকে আক্রমণ করে জাতীয় দলের মর্যাদা বিকর্তে ঘুরিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাটমানি ইস্যু নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ মমতার৷ এদিন শহিদ মঞ্চ থেকে  বিজেপিকে, ‘কুঁচো চিংড়ি’, ‘ল্যাটা’ মাছের দল বলেও আক্রমণ করেন৷ বলেন, ‘‘কেউ কেউ বলছে ন্যাশনাল স্ট্যাটাস হারিয়েছে আমারা৷ আমি তাদের বলব, আমাদের ন্যাশনাল স্ট্যাটাসের দরকার নেই৷ আমরা ইন্টারন্যাশনাল৷’’

সম্প্রতি, নির্বাচন কমিশন তৃণমূলের জাতীয় দলের তকমা নিয়ে শো-কজ চিঠি পাঠিয়েছে৷ কেন তৃণমূলকে জাতীয় দলের মর্যদা এখনও দেওয়া হবে, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ নির্বাচন কমিশনের নিয়ম বলছে, জাতীয় দল হতে গেলে কমপক্ষে ৪টি রাজ্যে ৬ শতাংশ ভোট পেতে হয় লোকসভা ও বিধানসভায়৷ এই নিয়ে কিছুদিন আগে মুকুল রায় কটাক্ষ করে বলেছিলেন, ‘‘জাতীয় তকমা গিয়েছে এবার আঞ্চলিক দলের তকমা থাকবে কিনা সেটাই দেখুন৷’’’ আজ তারই উত্তরে নিজের দলকে ইন্টারন্যাশনাল বললেন মমতা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =