নয়াদিল্লি: বাংলায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে হতাশ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে রাজ্যের বিজেপি প্রার্থী এবং দলের নেতা-কর্মীদের উপর লাগাতার হামলা-আক্রমণ চললেও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছেন না মমতা। অথচ সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটি পোস্ট করার জন্য পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।
তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটি পোস্ট করার জন্য প্রিয়াঙ্কা শর্মা নামের ওই বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অথচ সংশ্লিষ্ট পোস্টের থেকেও বেশি বিপজ্জনক পোস্ট করেছিলেন তৃণমূলের আরেক নেতা। অথচ তাঁকে পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের ব্যাপার। রাজ্যে বিজেপির কর্মীরা মার খাচ্ছেন। বিজেপির প্রার্থীদের উপর হামলা হচ্ছে। গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কিন্তু তাও দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’