১০ হাজার গ্রামে তৃণমূল নেতাদের রাত কাটানোর নির্দেশ মমতার

কলকাতা: প্রায় বিজেপির জনসংযোগকে হাতিয়ার করে এবার নয়া কর্মসূচির ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ, বিধায়কদের ডাকা বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১০০ দিন ধরে অন্তত ১০ হাজার গ্রামে জনসংযোগ করবেন তৃণমূলের নেতারা৷ সেখানে কর্মীদের বাড়িতে খাওয়া-দাওয়া ও গ্রামে রাত কাটাবেন তাঁরা৷ গ্রামে থেকেই শোনা হবে জনতার কথা৷ এদিন ‘দিদিকে বলো’ নামের একটি

১০ হাজার গ্রামে তৃণমূল নেতাদের রাত কাটানোর নির্দেশ মমতার

কলকাতা: প্রায় বিজেপির জনসংযোগকে হাতিয়ার করে এবার নয়া কর্মসূচির ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ, বিধায়কদের ডাকা বৈঠক থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১০০ দিন ধরে অন্তত ১০ হাজার গ্রামে জনসংযোগ করবেন তৃণমূলের নেতারা৷ সেখানে কর্মীদের বাড়িতে খাওয়া-দাওয়া ও গ্রামে রাত কাটাবেন তাঁরা৷ গ্রামে থেকেই শোনা হবে জনতার কথা৷

এদিন ‘দিদিকে বলো’ নামের একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে জনতার মতামত দেওয়ার ঘোষণা মমতা৷ একটি টোলফ্রি নম্বর টালু করেও জনতার অভাব-অভিযোগ শুনবেন নেত্রী৷ যে কোনও অভিযোগ জানতে বা মতামত জানতে ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করা যাবে৷

যদিও এর আগেও বিজেপির তরফে জনসংযোগের জন্য গ্রামে-গ্রামে গিয়ে কর্মীদের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘরোয়া বৈঠক করা হয়৷ সেই জনসংযোগ যাত্রা নিয়েও কম বিতর্ক হয়নি বাংলায়৷ খোদ অমিত শাহ বাংলায় এসে দলিত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করেন৷ এবার কার্যত একই কৌশলে বাংলায় জনসংযোগে গুরু দিলেন তৃণমূল নেত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =