কলকাতা: প্রায় ১২ হাজার আমন্ত্রণ পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দরবারে৷ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে চেয়ে আবেদনের হিড়িক এতটাই যে সবাইকে হয়তো খুশি করতে পারবেন না মমতা৷ আর সেই কারণে এবার মহালয়ার একদিন আগেই পুজোর উদ্বোধন শুরু করেছেন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেবীপক্ষের শুরু হওয়ার আগেই মণ্ডব উদ্বোধন শুরু করে দিনেল মমতা৷ কিন্তু, এই প্রথম প্রথা ভেঙে পুজোর উদ্বোধনে চণ্ডীপাঠ করলেন না ‘দিদি’৷ কিন্তু, কেন করলেন না, তার অবশ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আজ শুক্রবার হাতিবাগান সার্বজনীন, চালতা বাগানের পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ পিতৃপক্ষ৷ কাল মহালয়ার পর দেবী পক্ষ শুরু হয়ে যাবে৷ আর সেই কারণে আজ আমি পুজো উদ্বোধন করলেও প্রদীপ জ্বালায়নি৷ কারণ আমি দেখানোর জন্য এই সমস্ত করি না৷ আমি পরম্পরা মেনে চলি৷ পুজোর ব্যবস্থাপনাকে আমাদের মেনে চলতে হবে৷ আজ মায়ের মূর্তি উন্মোচন করা হয়নি৷ কিন্তু মায়ের চরণে ফুল দিয়েছি৷ আর সেই কারণে পুজো উদ্বোধন করলেও চণ্ডীপাঠ করলাম না৷ আমরা তো রোজ মাকে পুজো করি৷’’ মা দুর্গা, আগমনী মাকে প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী মন্ত্র উচ্চারণ করে শারোদৎসবের সূচনা করেন৷
জানা গিয়েছে, এবার কমবেশি অন্তত ৭৫টি মণ্ডপে পৌঁছাতে পারেন মুখ্যমন্ত্রী৷ আজ থেকেই উদ্বোধন পর্ব শুরু করে দিয়েছেন মমতা৷ তৃণমূল সূত্রে খবর, শনিবার দেবীপক্ষের সূচনায় তৃণমূলের মুখপত্রের পুজো সংখ্যা প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে লেখা পুজোর গানের অ্যালবাম ‘মাটি’ প্রকাশিত হবে৷ এরপর বিভিন্ন মণ্ডপে গিয়ে পুজোর উদ্বোধন অভিযান চালিয়ে যাবেন মমতা৷