তৃণমূলের খোলনলচে বদল করলেন মমতা, দিলেন হুঁশিয়ারি

কলকতা: লোকসভা ভোটের পর দ্বিতীয় পর্যালোচনা বৈঠক থেকে তৃণমূলের খোলনলচে বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশ কিছু নেতা মন্ত্রীদের ধমকে দিলেন বার্তা৷ আজ, কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী জানান, দখলদারি চলছে, সতর্ক থাকুন৷ ঘাবড়াবার কোনও কারণ নেই৷ ভয় পাবেন না৷ নিজের এলাকাতেই পড়ে থাকতে হবে৷ মন্ত্রী, বিধায়কদের এলাকা না ছাড়ারও নির্দেশ দেন তিনি৷ এদিন

তৃণমূলের খোলনলচে বদল করলেন মমতা, দিলেন হুঁশিয়ারি

কলকতা: লোকসভা ভোটের পর দ্বিতীয় পর্যালোচনা বৈঠক থেকে তৃণমূলের খোলনলচে বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশ কিছু নেতা মন্ত্রীদের ধমকে দিলেন বার্তা৷ আজ, কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী জানান, দখলদারি চলছে, সতর্ক থাকুন৷ ঘাবড়াবার কোনও কারণ নেই৷ ভয় পাবেন না৷ নিজের এলাকাতেই পড়ে থাকতে হবে৷ মন্ত্রী, বিধায়কদের এলাকা না ছাড়ারও নির্দেশ দেন তিনি৷

এদিন সংগঠনেও বেশ কিছু পরিবর্তন আনেন মমতা৷ বীরভূমের ফলাফল নিয়ে মমতার প্রশ্নের মুখে পড়েন অনুব্রত মণ্ডল ও অরূপ বিশ্বাস৷ উত্তরবঙ্গে খারাপ ফলাফলের পর নেত্রীর কড়া বকুনি খান গৌতম দেব ও বিনয় বর্মণ৷ জানিয়ে দেন, এখন থেকে কোর কমিটির কোনও নেতাকে প্রতিদিন বসতে হবে তৃণমূল ভবনে৷ জয় হিন্দ কমিটির চেয়ারম্যান পদে দিন ব্রাত্য বসুকে বসানো হয়৷ ভাইস চেয়ারম্যান করা হয় ইন্দ্রনীল সেনকে৷ নদীয়ার দায়িত্বে থেকে  পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ মালদহে তৃণমূলের সংগঠনিক দায়িত্বে রদবদল৷ শুভেন্দুর জায়গায় দায়িত্বে গোলাম রব্বানি ও সাধন পান্ডে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =