আরজিকর কাণ্ডে সিবিআইতে আপত্তি নেই মমতার, কিন্তু অন্য ক্ষেত্রে আপত্তি থাকে কেন?

Mamata Banerjee CBI investigation কখনও সিবিআইতে হ্যাঁ, কখনও সিবিআইতে না। আরজিকর-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ বিষয়ে সিবিআই তদন্ত হলে তাঁর আপত্তি নেই। মুখ্যমন্ত্রী…

R G Kar Medical College

Mamata Banerjee CBI investigation

কখনও সিবিআইতে হ্যাঁ, কখনও সিবিআইতে না। আরজিকর-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ বিষয়ে সিবিআই তদন্ত হলে তাঁর আপত্তি নেই। মুখ্যমন্ত্রী বলেছেন সরকার উপযুক্ত তদন্ত চায়। তাই সিবিআই তদন্ত করলে তাঁর আপত্তি নেই। একেবারেই ঠিক কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হল বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যুতে যখন সিবিআই বা ইডি রাজ্যে তদন্ত করতে এসেছে, বা তদন্ত করছে তারা, তখন তার বিরোধিতা কেন করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব? (Mamata Banerjee CBI investigation)

Mamata Banerjee’s stance on CBI investigations in RG Kar case vs. other cases

যে কোনও দুর্নীতি, খুন, হিংসা, আর্থিক তছরুপ বা নানা ধরনের অনিয়মের অভিযোগের তদন্তে কারা বেশি দক্ষ? সিবিআই, ইডি, নাকি রাজ্য পুলিশের সিআইডি? নাকি কলকাতা পুলিশ? এই বিতর্ক বহুদিনের। বিভিন্ন সময়ে দেখা গিয়েছে কোনও ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তের প্রসঙ্গ উঠলেই রে রে করে উঠেছে তৃণমূল। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে ছিলেন তখন এত ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন যা গুণতে নিশ্চিতভাবে ক্যালকুলেটর লাগবে। কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রে সিবিআই তদন্তের বিরোধিতা করেছেন তিনি। তাই বেশ কয়েক বছর পর দেখা গেল আরজিকর ইস্যুতে সিবিআই তদন্ত হলে আপত্তি নেই মমতার। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Mamata’s stance on central agency probes

এর আগে বিরোধীরা লাগাতার অভিযোগ করে বলেছেন, কয়লা পাচার, গরু পাচার, নিয়োগ দুর্নীতি-সহ বিভিন্ন ক্ষেত্রে সিবিআই বা ইডি তদন্ত চালালে তৃণমূলের আরও নেতা নেত্রীর নাম জড়াবে, সেই কারণেই শাসক দল কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা দিতে চাইছে। তখন তৃণমূলকে বারবার বলতে শোনা গিয়েছে, রাজ্য পুলিশের সিআইডি এই সমস্ত ঘটনার তদন্তের জন্য যথেষ্ট। তাহলে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তে অসুবিধা দেখছেন না কেন? ঘটনা হল আরজিকরের নৃশংস ঘটনায় সাফল্যের সঙ্গে তদন্ত করছে কলকাতা পুলিশ।

CBI: RG Kar Case vs. Other Probes

ঘটনার কয়েক ঘণ্টা পরেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিরোধীরা মনে করছে যেহেতু এই ঘটনায় কোনও রাজনীতির সম্পর্ক নেই, সেই কারণেই মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের ব্যাপারে আপত্তির কিছু দেখছেন না। অথচ রাজ্য প্রশাসন ও তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে, সেখানে কিন্তু বার বার মুখ্যমন্ত্রীকে সিবিআই বা ইডি তদন্তের বিরোধিতা করতে দেখা গিয়েছে।

West Bengal politics

এছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বার বার সিবিআই-ইডির সমালোচনা করেছেন। তবে কি যেখানে ‘বিপদ’ নেই সেখানে সিবিআইতে অসুবিধা নেই? আর ‘বিপদ’ বুঝলেই নো এন্ট্রি সিবিআই-ইডির? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। তবে কি ডাল মে কুছ কালা হ্যায়? বিভিন্ন দুর্নীতির ঘটনায় সিবিআই ও ইডি তদন্ত করলে অনেককে কি আর ‘আড়াল’ করে রাখা যাবে না? তাতে আরও অস্বস্তি বাড়বে তৃণমূলের? সবমিলিয়ে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী যেভাবে সিবিআই তদন্তে অসুবিধার কিছু দেখছেন না, তা নিয়ে এই সমস্ত চর্চা কিন্তু থেমে থাকছে না। যা নিশ্চিতভাবে বিরোধীদের নতুন করে সোচ্চার হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিল।

আরও পড়ুন- 

কোন কোন কারণে বাংলাদেশ নিয়ে সতর্কতার সঙ্গে পা ফেলতে চাইছে ভারত?

বুদ্ধদেব আবেগকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম?

দুর্নীতির ছায়াটুকুও কোনও দিন সামনে আসার সাহস পায়নি বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে

 

Politics: Mamata Banerjee’s approval of a CBI investigation in the RG Kar case raises questions about her selective opposition to CBI probes in other cases. This article explores the inconsistencies and potential political motives behind her stance.