সিবিআই: একাধিক তদন্ত নিয়ে রাজ্যের রিপোর্ট কার্ড কী বলছে?

CBI success rate vs CID কলকাতা হাইকোর্ট মঙ্গলবার আরজিকরের ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তার আগেই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী রবিবারের মধ্যে…

CBI success rate vs CID CBI Recruitment Scam Investigation

CBI success rate vs CID

কলকাতা হাইকোর্ট মঙ্গলবার আরজিকরের ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তার আগেই অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশ গোটা তদন্ত শেষ করতে না পারে তাহলে সেটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। সেই সঙ্গে অবশ্য সিবিআইয়ের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা সিআইডির সাকসেস রেট যথেষ্ট উঁচু মানের কী? তাদের রিপোর্ট কার্ড কী খুবই উজ্জ্বল? (CBI success rate vs CID)

Mamata Banerjee questions CBI success rate

বেশি দূরে যেতে হবে না। গত দুই বছরের মধ্যে আনিস খানের হত্যাকাণ্ডের তদন্তে সিআইডি কতটা সফল হয়েছে সেটা আর বলে বোঝাবার কিছু নেই। আনিসের পরিবারের সদস্যরা বার বার সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমন বহু উদাহরণ আছে। যেখানে সিআইডি তদন্ত নিয়ে বহু প্রশ্ন ওঠে। সবচেয়ে বড় কথা তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর বাম আমলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তদন্তের জন্য কমিশন গঠন করেছিল। তার একটিরও রিপোর্ট কী সামনে এসেছে?

Report card on investigations

১৯৮২ সালের এপ্রিল মাসে বিজন সেতুর উপর আনন্দমাগীদের হত্যাকাণ্ডের পাশাপাশি একুশে জুলাইয়ের গুলিকাণ্ডের তদন্ত, বা সত্তরের দশকের প্রথম দিকে ঘটে যাওয়া বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ড। তালিকায় আরও ঘটনা আছে। এই সমস্ত ঘটনা নিয়ে যে সমস্ত কমিশন গঠন করেছিল তৃণমূল তার কী ফল হয়েছে সেটা রাজ্যবাসী জানতে পারেনি। অথচ বিপুল খরচ করে ঘটা করে একের পর এক কমিশন গঠন করেছিল তৃণমূল। তাই তৃণমূল যখন সিবিআইয়ের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তোলে তখন পাল্টা প্রশ্ন তো এসেই যায়।

CBI investigation success

নিন্দুকরা বলছেন একেই বলে চালুনি আবার সূচের বিচার করে! কোনও তদন্তকারী সংস্থা স্বচ্ছ ভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করবে এটা সকলেই চান। কিন্তু বিরোধীদের অভিযোগ, তৃণমূল আমলে বহু ঘটনার তদন্ত করতে গিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে পুলিশ। সেই জায়গা থেকে গোটা দেশবাসী এখনও যথেষ্ট ভরসা করে সিবিআইকে।

Mamata Banerjee on CBI

ওয়াকিবহাল মহল মনে করে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছিল বলেই আজ এত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তাই আরজিকর কাণ্ডের তদন্ত সিবিআই হাতে পাওয়ায় সব মহল তাকে স্বাগত জানিয়েছে। এটা আরও আগে হওয়া উচিত ছিল বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। তাই সিবিআইয়ের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তোলা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে চর্চা কিন্তু থেমে থাকবে না।

আরও পড়ুন-

বাংলায় কিছু ঘটলেই অন্য রাজ্যের প্রসঙ্গ টানা, এই প্রবণতা বন্ধ হবে না?

সত্যিই ‘সেটিং’! এত বড় ঘটনার পরেও ‘চুপ’ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব?

আরজি কর-কাণ্ড: আদৌ কি কোনও প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচনে?

আরজিকর কাণ্ডে সিবিআইতে আপত্তি নেই মমতার, কিন্তু অন্য ক্ষেত্রে আপত্তি কেন?

Politics: Mamata Banerjee questions CBI’s success rate after Arjikar case. With CID under scrutiny for past investigations like Anis Khan’s, and unsolved commission cases, the debate continues on state vs. central agencies’ effectiveness. Read the full report here.