২১ জুলাই আসছেন অখিলেশ যাদব? জানিয়ে দিলেন মমতা

কলকাতা: সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব থাকতে পারেন রবিবার ২১ জুলাইয়ের মঞ্চে? এবার নিজেই সেকথা স্পষ্ট করলেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন অখিলেশের আসার খবরে…

কলকাতা: সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব থাকতে পারেন রবিবার ২১ জুলাইয়ের মঞ্চে? এবার নিজেই সেকথা স্পষ্ট করলেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন অখিলেশের আসার খবরে সিলমোহর দেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি বলেন, “কাল আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ আসবেন। ওঁকে আমন্ত্রণ জানিয়েছি আমি। প্রতিবারই কাউকে না কাউকে আনার চেষ্টা করি। বুদ্ধিজীবীদের অনেককেও আমন্ত্রণ জানিয়েছি।” তৃণমূল কংগ্রেসের তরফে বারবারই বলা হচ্ছে, এনডিএ সরকার এবার আর গতবারের মতো শক্তিশালী নয়। তৃণমূলের দাবি, ইন্ডিয়া জোট ছবিটা ঘুরিয়ে দিতে পারে। সেখানে অখিলেশ যাদব আগামীকাল ২১ শে জুলাইয়ের সভামঞ্চে উপস্থিত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই দেখার৷

একইসঙ্গে মমতা ব্যানার্জী এদিন বলেন, “তৃণমূলে কেউ নেতা নেই, সকলেই সহকর্মী৷ কাল ২১ জুলাইয়ের সমাবেশ। শহিদদের সম্মানে, শহিদদের সম্মানে এই আয়োজন। ২১ জুলাই যাঁরা শহিদ হয়েছিলেন, বিভিন্ন জন এবং গণ আন্দোলনে যাঁরা শহিদ হন, আমরা তাঁদের শ্রদ্ধার্ঘ নিবেদন করি। পাশাপাশি, যত নির্বাচন হয়, তার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাতেও এই দিনটিকে বেছে নিই। প্যান্ডেলটুকু ছাড়া আমরা কিছুই করি না। কর্মীরা টানে ছুটে আসেন। এটা শুধু রাজনৈতিক সভা নয়। বাংলার অস্তিত্বরক্ষা, বাংলা মাকে রক্ষা এবং দেশের অস্তিত্ব রক্ষার সভাও এটা। কোথাও কোনও ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন।”