৩১ বছর আগের ২১ জুলাই, আর ২০২৪-এর ২১ জুলাই! পরিস্থিতি কী বদল হয়েছে?

২১ জুলাই: সেদিন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলেন মমতা (21 July Mamata Banerjee Mahakaran March) ৩১ বছর আগে যে দাবিদাওয়ার ভিত্তিতে তৎকালীন বিরোধী নেত্রী মমতা…

mamata banerjee 21 july 21 July Mamata Banerjee Mahakaran March

২১ জুলাই: সেদিন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলেন মমতা (21 July Mamata Banerjee Mahakaran March)

৩১ বছর আগে যে দাবিদাওয়ার ভিত্তিতে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযান করেছিলেন তার প্রয়োজন কেউ অস্বীকার করতে পারবে না। কারণ সেটি ছিল ন্যায্য দাবি। সাধারণ ভোটারদের স্বার্থে সেদিন একার শক্তিতে বিরাট কর্মসূচি করেছিলেন তৎকালীন প্রদেশ যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে সেই অভিযান হয়েছিল। মমতার অভিযোগ ছিল তৎকালীন বাম সরকারের আমলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হতো না। নির্বাচনে ভোট লুট করা হতো।

পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী (Mamata Banerjee Mahakaran March 1993)

একজনের ভোট অন্যজন এসে দি পুলিশের গুলিতে নিহত হয়েছিলে ১৩ জন যুব কংগ্রেস কর্মীয়ে যেত। ছাপ্পা ভোট আর রিগিং চলত বুথে বুথে। সাধারণ মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই লক্ষ্যেই সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতার নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা মহাকরণ অভিযান করেছিলেন। সেই অভিযানে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। সেই থেকে প্রতি বছর একুশে জুলাই শহিদ দিবস কর্মসূচি পালন করে আসছেন মমতা। কিন্তু যে সমস্ত অভিযোগ তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মমতা তুলেছিলেন সেই একই অভিযোগ এখন নিয়মিত করছে বাম, কংগ্রেস এবং বিজেপি।

গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ বিরোধীদের (TMC Election Allegations)

গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনেও জেলায় জেলায় ব্যাপক অশান্তি হয়েছে। বহু জায়গায় বুথ দখল হয়ে গিয়েছিল বলে বিরোধীদের অভিযোগ। এমনকী লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপি প্রার্থীদের তৃণমূল কর্মী সমর্থকরা তাড়া করেছে বলেও অভিযোগ উঠেছে। আর কিছুদিন আগেই চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। সেই চারটি জায়গাতেই ব্যাপক ভোট লুটের অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

৩১ বছর আগে যে দাবি তুলেছিলেন মমতা, সেই পরিস্থিতির কী আদৌ বদল হয়েছে? (Mamata Banerjee, 21 July Rally)

তাই অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এবং সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে আন্দোলন ৩১ বছর আগে করেছিলেন মমতা, সেই পরিস্থিতির কী আদৌ বদল হয়েছে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। যে সীমাহীন সন্ত্রাসের অভিযোগ তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে উঠত, তা এখন কেন উঠছে তৃণমূলের বিরুদ্ধে? বাংলায় ক্ষমতায় আসার পর মমতা বারবার বলেছেন বদলা নয়, বদল চাই। কিন্তু বর্তমানে তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ কেন উঠবে সেই প্রশ্ন তুলছে আমজনতা ও বিরোধী দলগুলি।

২১ জুলাই সমাবেশ: থাকছে কিছু প্রশ্ন (Election Reforms)

ঘটনা হল মমতার সেই মহাকরণ অভিযানের পর তৎকালীন দেশের মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষনের উদ্যোগে সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা চালু হয় দেশজুড়ে। এর জন্য অবশ্যই মমতার সাধুবাদ প্রাপ্য। মমতার সেই অভিযান দেশের নির্বাচন সিস্টেমটাকে পুরো বদলে দিয়েছিল। কিন্তু বাম আমলের মতো এখনও যেভাবে বিরোধীরা ভোট ঘিরে সন্ত্রাসের অভিযোগ করছে সেটা কী কাম্য ছিল? সবমিলিয়ে ২১ জুলাই সমাবেশের আগে এই প্রশ্নগুলি নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

 

আরও পড়ুন-

‘পাঁচ রাজ্যেই বিজেপি জিতবে’, অবশেষে মাঠে নামার হুংকার মোদীর!

নানা কায়দায় সন্ত্রাস চলছে কাশ্মীরে, বাড়াচ্ছে ‘হাইব্রিড টেররিজম’,

সব রহস্য লুকিয়ে ওই সার্ভার-হার্ডডিস্কেই! ম্যারাথন তল্লাশির পর জেরা সিবিআইয়ের

উত্তরপ্রদেশে ‘খেলা হবে’? সরছেন যোগী? চাঞ্চল্যকর টুইট অখিলেশের!

রাজ্যে শুভেন্দু, লোকসভায় রাহুল! এই দুই বিরোধী দলনেতার তফাৎ কোথায়?

ভাঙল কংগ্রেস-আপ জোট, দিল্লিতে একাই লড়বে তারা, খুশি বিজেপি

সিপিএম সবটা ভেবে বলছে তো? ‘গণশক্তি’র হেডিংয়ের মানে কী?

শুধু ভোট লুট অভিযোগ, আদৌ সংগঠন বাড়াতে পারছে বিজেপি

Politics: 31 years ago, Mamata Banerjee‘s Mahakaran March demanded voter ID cards. Today, questions arise about the changes in election violence in West Bengal. Have conditions truly improved under TMC? Explore the political landscape before 21 July rally.