ফের রাজপথে মমতা, তৃণমূলের মিছিল ঘিরে টেন্ডার ডাকল পূর্ত দপ্তর!

কলকাতা: কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাঁটবেন রাজপথে৷ কিন্তু সেই মিছিলকে ঘিরে এবার প্রশাসনিক তৎপরতা শুরু করল রাজ্য পূর্ত দপ্তর! মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ফেন্সিং নির্মাণের জন্য ডাকা হল টেন্ডার৷ সরকারি টাকায় রাস্তার দু’ধারে তৈরি হবে ব্যারিকেড৷ কাল সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে তৃণমূল৷ সেই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা

ফের রাজপথে মমতা, তৃণমূলের মিছিল ঘিরে টেন্ডার ডাকল পূর্ত দপ্তর!

কলকাতা: কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদে পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাঁটবেন রাজপথে৷ কিন্তু সেই মিছিলকে ঘিরে এবার প্রশাসনিক তৎপরতা শুরু করল রাজ্য পূর্ত দপ্তর! মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ফেন্সিং নির্মাণের জন্য ডাকা হল টেন্ডার৷ সরকারি টাকায় রাস্তার দু’ধারে তৈরি হবে ব্যারিকেড৷

কাল সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করবে তৃণমূল৷ সেই মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শাসকদলের মিছিলে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও তাঁর নিরাপত্তার জন্য এবার রাস্তার দু’ধারে ব্যারিকেড তৈরির জন্য টেন্ডার ডাকল পূর্ত দপ্তর৷ বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে কাজ শেষ করতে হবে৷ ব্যারিকেড তৈরি করতে হবে বলেও ডাকা হয়েছে দরপত্র৷ সকাল ১০টার মধ্যেই ফেন্সিং তৈরির কাজ শেষ করতে হবে বলেও জানানো হয়েছে৷

কিন্তু দলীয় কর্মসূচি জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বেষ্টনি আঁটসাঁট করতে সরকারি টেন্ডার ঘিরে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে তৈরি হয়েছে নয়া বিভ্রান্তি৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে টেন্ডার ডাকার কথা জানানো হলেও গোটা ঘটনার পেছনে অন্য গন্ধ খুঁজতে শুরু করেছে রাজ্যের বিরোধীদল৷ শাসক দলের কর্মসূচি জন্য কেন সরকারি টাকা খরচ করা হচ্ছে? তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীদের একাংশ৷

সূত্রের খবর, কলকাতা পুরসভার এলাকায় মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন আদিগঙ্গা নৌকা চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির লাগোয়া ১৬টি জায়গায় আদিগঙ্গার নীচে বসানো হচ্ছে ইস্পাতের জাল৷ তবে গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ে জড়িয়ে আছে বলে মানতে চায়নি পুরসভার৷ আদিগঙ্গা আবর্জনা মুক্তির জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে৷

যদিও সূত্রের খবর, আরও জোরদার হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা! ইতিমধ্যেই আদিগঙ্গার ১৬টি স্থানে ইস্পাতের জাল লাগানোর জন্য মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া আদিগঙ্গা নৌকা চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে৷ এই ইস্পাতের জালের কারণে নৌকা চলাচল করতে পারবে না বলে জানা গিয়েছে৷ এর ফলে মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন আদিগঙ্গার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল৷ তবে গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য যে করা হয়েছে তা অবশ্য মানতে নারাজ কলকাতা পুরসভা৷

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি করেন, তাঁর নিরাপত্তার প্রয়োজন হয় না৷ কারণ তিনি জনগণের নেত্রী৷ বাংলার নেত্রী৷ তিনি জনগণের মধ্যে থেকেই মানুষের কাজ করতে বেশি পছন্দ করেন৷ তাঁর সরল সাদাসিধে জীবন-যাপন ইতিমধ্যেই চর্চিত৷ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বেশ কয়েকজন লোককে নিয়োগ করা আছে৷ মহিলা ও পুরুষ নিরাপত্তারক্ষী সর্বক্ষণ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন৷ সূত্রের খবর, এবার মুখ্যমন্ত্রী বাড়িতেও আরও বেশি জোরদার নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =