কলকাতা: বিজেপির বিরুদ্ধে তাঁর লড়াই সর্বজনবিদিত। সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিয়েছেন তিনি। প্রতিদিন বলছেন, বিজেপিকে পরাস্ত করতে না পারলে দেশ রক্ষা করা সম্ভব নয়। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করতে শোনা গেল। আদতে এ কথা তিনি বলেননি। প্রযুক্তির সাহায্যে তাঁর মুখে এই কথাগুলি বসিয়ে দেওয়া হয়েছে। সৌজন্যে পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল।
তৃতীয় দফার ভোট শেষ হওয়ার কিছুক্ষণ বাদে মঙ্গলবার রাত নটা নাগাদ বিজেপির টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়। সঙ্গে লিখে দেওয়া হয়, ‘বিজেপির জন্য ভোট চেয়ে আবেদন করছেন মমতা। এই প্রথম নির্বাচনের প্রচারে যুক্তি যৌক্তিক কোনও একটি মন্তব্য করলেন তিনি। তাই দিদিকে ধন্যবাদ।’ কয়েক ঘণ্টার মধ্যেই ১২ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেন ভিডিওটি। লাইক এবং রিটুইটের ঝড় বইতে থাকে। পাল্লা দিয়ে পড়তে থাকে কমেন্ট।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ভিডিও শেয়ার করছে বিজেপি। চরম হতাশার ফলে মিথ্যের আশ্রয় নিচ্ছে নির্লজ্জ এই দল। দিদি বলেছেন, “৬ই মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন।” শেষের দুটো শব্দ কেন বাদ দিল বিজেপি?https://t.co/BivZJKZ1ee
— All India Trinamool Congress (@AITCofficial) April 23, 2019
The impact of MODI TSUNAMI – @mamataofficial appeals everyone to vote for BJP! The first time she’s made any sense during this election campaign! Thanks a ton DIDI !! pic.twitter.com/Os6PxdF9GS
— BJP Bengal (@BJP4Bengal) April 23, 2019
বিষয়টি সূত্রপাত হুগলির খানাকুলে মমতার একটি সভাকে ঘিরে। তৃণমূল প্রার্থীর জন্য প্রচার করতে গিয়ে মমতা বলেন, ‘৬ মে আসছে দিন, এখানে, গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে ভালো করে কবর দিন।’ এই বক্তব্যকে কিছুটা বদলে দেওয়া হয়। বিজেপির অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ‘মমতা বলছেন’, ‘এই দিন, গণতন্ত্রে বিজেপিকে ভোট দিন।’ মানে মমতার কথার শেষ চারটি শব্দকে বদলে দেওয়া হয়েছে। একইসঙ্গে নেপথ্য মোদী মোদী শব্দও জুড়ে দেওয়া হয়েছে প্রযুক্তির সাহায্যে। ঘণ্টা দেড়েকের মধ্যেই প্রতিক্রিয়া দেয় তৃণমূল। সাড়ে দশটা নাগাদ ঘাসফুল শিবিরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, ‘বিজেপির ছলচাতুরি ধরা পড়ে গিয়েছে। আর তাই মরিয়া হয়ে মমতার ভিডিও তে কারচুপি করা হচ্ছে।’