‘চন্দনগরের মাল’ তাপসের হয়ে ক্ষমা চাইলনে মমতা

কৃষ্ণনগর: রোজভ্যালি দুর্নীতিতে অভিযুক্ত তথা বিদায়ী সাংসদ তাপস পালের হয়ে এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নদীয়ার পানিঘাটার জনসভা মঞ্চ থেকে এদিন তাপস পালে হয় ক্ষমা চেয়ে নেন৷ বলেন, ‘‘তাপস অসুস্থ৷ দু’মাস কাজে আসতে পারেনি৷ ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি৷’’ রোজভ্যালি দুর্নীতিতে অভিযুক্ত তাপস পালের গ্রেপ্তারির পর দলের সঙ্গে তাঁর দূরত্ব

‘চন্দনগরের মাল’ তাপসের হয়ে ক্ষমা চাইলনে মমতা

কৃষ্ণনগর: রোজভ্যালি দুর্নীতিতে অভিযুক্ত তথা বিদায়ী সাংসদ তাপস পালের হয়ে এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নদীয়ার পানিঘাটার জনসভা মঞ্চ থেকে এদিন তাপস পালে হয় ক্ষমা চেয়ে নেন৷

বলেন, ‘‘তাপস অসুস্থ৷ দু’মাস কাজে আসতে পারেনি৷ ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি৷’’ রোজভ্যালি দুর্নীতিতে অভিযুক্ত তাপস পালের গ্রেপ্তারির পর দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়৷ পরে, জামিন পেলেও সেই সম্পর্ক খুব একটা জোড়েনি৷ তৃণমূলের অন্দরের খবর, তাপস পাল গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ ছিন্ন করে দল৷

নদিয়ার নাকাশিপাড়ার জনসভায় দাঁড়িয়ে বলা ‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব, রেপ করে চলে যাবে৷ আমি চন্দননগরের মাল!’ মন্তব্যের জেরে দলের অন্দরেও একঘরে হয়ে যান তিনি৷ পরে রোজ ভ্যালি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার ১৩ মাস পরে জামিন পেয়ে সেই মন্তব্যের জন্য ক্ষমা চান ‘দাদার কীর্তি’র নায়ক৷ ভুবনেশ্বরের হাসপাতালে শুয়ে তাপস জানান, তিনি অন্যায় করেছিলেন৷ বললেন, ‘‘আমি দেশবাসীর কাছে ওই উক্তির জন্য ক্ষমা চাইছি৷’’ রোজ ভ্যালি কাণ্ডে ২০১৬-র ৩০ ডিসেম্বর গ্রেফতার হন ৫৮ বছরের অভিনেতা। সেই রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। ২০১৮ সালে ১ ফেব্রুয়ারি কটক হাইকোর্ট থেকে জামিন পান এই তৃণমূল সাংসদ৷

লাগাতার বিতর্কে জড়ানো এহেন তাপসের সঙ্গে দূরত্ব বজায় রাখে তৃণমূল৷ এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে আর প্রার্থীও করা হয়নি তাঁকে৷ তাপসের বদলে টিকিট পেয়েছেন করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র৷ কৃষ্ণনগর আসন থেকে জয়লাভের পর থেকেই দলের অন্দরে তাঁকে ঘিরে তৈরি হয় বিতর্ক৷ সাংসদের কাজেও অখুশি সাধারণ মানুষও৷ পর্যবেক্ষক মহলের ধারণা,  কৃষ্ণনগর লোকসভার ক্ষোভ বুঝে এদিন ক্ষমা চেয়ে নেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − sixteen =