CAB আইনের বিরুদ্ধে গণ-বিদ্রোহের ঘোষণা মমতার

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী বিল এবার আইনে পরিণত হয়েছে৷ কিন্তু রাজ্যে এই আইন কার্যকর হতে দেবেন না বলেই অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই শুক্রবার এনআরসি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তুলতে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ রাস্তায় নেমে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদ

CAB আইনের বিরুদ্ধে গণ-বিদ্রোহের ঘোষণা মমতার

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী বিল এবার আইনে পরিণত হয়েছে৷ কিন্তু রাজ্যে এই আইন কার্যকর হতে দেবেন না বলেই অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই শুক্রবার এনআরসি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তুলতে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷

রাস্তায় নেমে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদ জানাবে দল৷ কর্মসূচি অনুযায়ী রবিবার ছুটির দিন প্রতি জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবেন দলের কর্মী ও সদস্যরা৷ সোমবার বেলা ১ টায় আম্বেদকর মূর্তির পাদদেশে থেকে জোড়াসাঁকো পর্যন্ত এনআরসি আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল৷ মঙ্গলবার প্রতিবাদ মিছিল হবে যাদবপুর থেকে৷ এদিকে বর্তমান পরিস্থিতিতে ১৭ ডিসেম্বরের দিল্লি সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী৷

অন্যদিকে প্রথম থেকেই এই বিলের বিরোধিতায় সরব হয়েছেন জেডিইউ-এর ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কিশোর৷
শুক্রবার ট্যুইটে তিনি লিখেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ এখন বিচারবিভাগ ছাড়া ভারতের আত্মাকে রক্ষা করার দায়িত্ব ১৬ জন অবিজেপি মুখ্যমন্ত্রীর উপর৷ কারণ সেই রাজ্যগুলিকেও নিজেদের জায়গায় এই আইন কার্যকরী করতে হবে৷ সিএবি ও এন আর সি-কে না করে দিয়েছেন তিন মুখ্যমন্ত্রী৷ নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় এসেছে অন্যান্যদেরও৷

মমতা বন্দ্যোপাধ্যায়েরই সু্রেই এবার নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যকে জোটবদ্ধ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানালেন প্রশান্ত কিশোর৷ এনআরসি আইনের বিরোধিতা করে প্রতিবাদ করে তুলতে পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রস্তুতি শুরু হয়েছে ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, কেরালা ও পাঞ্জাবেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 9 =