জনসভা থেকে ফেরার পথে দৃষ্টিশক্তিহীন পড়ুয়াদের মাঝে মমতা

আজ বিকেল: আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই উত্তরবঙ্গ, রবীন্দ্রনাথ ঘোষের কোচবিহারেই চলছে জনসভা। প্রথমে দিনহাট আর আজ হল মাথাভাঙা। রাজ্যে এবার বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে হবে। এই বিষয়টিকে কিছুতেই ভুলতে রাজি নন তিনি।তাঁর ভাষায় দাঙ্গাবাজ বিজেপিকে যেভাবেই হোক রুখতে হবে, আর সেইকাজে সব থেকে বেশি সহযোগিতা করতে পারে বাংলার মানুষ। টুকলির সরকারকে

জনসভা থেকে ফেরার পথে দৃষ্টিশক্তিহীন পড়ুয়াদের মাঝে মমতা

আজ বিকেল: আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই উত্তরবঙ্গ, রবীন্দ্রনাথ ঘোষের কোচবিহারেই চলছে জনসভা। প্রথমে দিনহাট আর আজ হল মাথাভাঙা। রাজ্যে এবার বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে হবে। এই বিষয়টিকে কিছুতেই ভুলতে রাজি নন তিনি।তাঁর ভাষায় দাঙ্গাবাজ বিজেপিকে যেভাবেই হোক রুখতে হবে, আর সেইকাজে সব থেকে বেশি সহযোগিতা করতে পারে বাংলার মানুষ। টুকলির সরকারকে আটকাতে মিউজিক ভিডিও বাজারে এসেছে।

আর প্রচারে গিয়ে মোদিকে তো তুলোধনা করচেন তিনি, কখনও হিটলারের জ্যাঠামশাই তো কখনও চৌকিদার। কখনও আবার এক্সপায়েরিবাবু তো কখনও মহম্মদ বিন তুঘলকের ঠাকুর দাদা। ভিন্ন নাম পাচ্ছেন মোদি, মমতার দৌলতেই। এদিন মাথাভাঙা থেকে ফেরার পথে দঋ,্টিশক্তিহীন পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এটার কোনও পরিকল্পনাই ছিল না। তাঁর কনভয় যাওয়ার সময় পথের ধারেই  দিদির সঙ্গে দেখা করার জন্য প্রতিবন্ধি ছেলেমেদের নিয়ে হাজির ছিলেন সংস্থার বেশ কয়েকজন প্রতিনিধি। গাড়ি থেকে নেমে মমতা প্রত্যেকের সঙ্গে কথা বলেন, তাঁদের নাম জানতে চান, পড়াশোনার খবর নেন, দৈনন্দিন রুটিন, সারাদিনের খাবার সবকিছুই খোঁজ খবর নিয়ে জানেন। পরে সংস্থাটির সঙ্গে যোগাযোগ করে উন্নয়নেরও প্রতিশ্রুতি দিয়ে ফের পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে যান মা মাটি মানুষের নেত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =