কলকাতা: কংগ্রেস পার্থীর হয়ে ভোট প্রচারে বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেনজির আক্রমণ চালিয়ে গেলেন অভিনয় ছেড়ে রাজনীতি যোগ দেওয়া কংগ্রেস নেতা রাজ বব্বর৷ ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক ডেকে মোদি-মমতার ‘কুর্তা’ ইস্যু খুঁচিয়ে তোলেন রাজ বব্বর৷
শুক্রবার মমতাকে আক্রমণ করে রাজ বব্বর বলেন, ‘‘বাংলায় ছানার মিষ্টি হোক কিংবা কুর্তা, সারা বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা রয়েছে৷ কিন্তু, মমতাজি আমাকে তো কিছুই পাঠালেন না৷ অন্য কাউকে পাঠিয়েছেন বোধহয়৷ যদি পাঠান তাহলে একজনকেই পাঠান৷ আপনারা বুঝতেই পারছেন, মোদির কুর্তার সাইজও তিনি জেনে ফেলেছেন৷ মোদির বুকের ছাতি ৫৬ ইঞ্চি কি না, তা নিয়েই আমরা বারংবার প্রশ্ন তুলি৷ মমতাদি, ওর সঠিক মাপ জেনে কুর্তা পাঠাতে শুরু করে দিয়েছেন৷’’
অক্ষয় কুমারকে দেওয়া অরাজনৈতিক সাৎক্ষকারে ‘দিদি’র প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদি৷ বলেন, ‘‘এটা বললে হয়তো আমার নির্বাচনে ক্ষতি হতে পারে, তবুও বলি৷ আপনি জানানে, মমতাদিও আমার জন্য উপহার পাঠান৷ বছরে দু’তিন বার আমার জন্য কুর্তা পাঠান৷ বাংলাদেশ থেকেও আমার জন্য মিষ্টি পাঠানো হয়৷ মমতাজিও আমাকে দু’এক বার মিষ্টি পাঠিয়েছেন৷ মমতা নিজের পছন্দ করে আমার জন্য কুর্তা পাঠান৷’’
মোদির এই মন্তব্যের পাল্টা জবাব দেন মমতা৷ মোদিকে কুর্তা উপহার দেওয়ার প্রসঙ্গে এবার সরাসরি মুখ খুললে সিউড়ির চাঁদমারিতে নির্বাচনী সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ‘‘আমরা অনেককেই মিষ্টি পাঠাই৷ আমি কুর্তা পাঠালে দোষটা কোথায়? এটা আমাদের সংস্কৃতি৷’’ বলেন, ‘‘দুর্গাপুজোর সময় কাউকে না কাউকে কিছু পাঠায়৷ শুধু নরেন্দ্র মোদি নয়, আমি অনেকেই পাঠায়৷ যাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে৷ তবে, হ্যাঁ৷ ওরা বলেদেয়৷ আমরা বলি না৷ কারণ এটা আমাদের কালচার নয়৷ আমরা পয়লা বৈশাখে সবাইকে মিষ্টি পাঠায়৷ আমরা দুর্গা পুজোয় পাঠায়৷ আমরা এখানকার আম সবার কাছেই পাঠায়৷ কেউ সবাই তো বলে না৷ কার্সি আর পলিটিক্স এক নয়৷ আমি সবার জন্মদিনে চিঠি পাঠায়৷ আপনার জন্মদিনেও পাবেন৷ শুভকামনা সবার করি৷ সুতরাং এভাবে রাজনীতি করা ঠিক নয়৷ আপনার সঙ্গে আমরা কত ভদ্রতা করি বলুন৷ আর আপনি এখানে এসে আমাকে চমকান৷ রোজ আমাকে গুণ্ডা বলেন৷ আমি যদি গুণ্ডা হই, তাহলে আপনি কী?’’