সরকারি প্রকল্পের গতি ফেরাতে আজ ফের প্রশাসনিক বৈঠকে মমতা

বর্ধমান: সরকারি প্রকল্পের কাজে গতি আনতে আরও এক দফায় আজ সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তোড়জোড় শুরু হয়েছে প্রশাসনে অন্দরে৷ খাতা-কলম নিয়ে ইতিমধ্যেই হোমওয়ার্ক সেরে ফেলেছেন দায়িত্বপ্রাপ্ত আমলারা৷ আজ পূর্ব বর্ধমানের লোকসংস্কৃতি ভবনে এই প্রশাসনিক

সরকারি প্রকল্পের গতি ফেরাতে আজ ফের প্রশাসনিক বৈঠকে মমতা

বর্ধমান: সরকারি প্রকল্পের কাজে গতি আনতে আরও এক দফায় আজ সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তোড়জোড় শুরু হয়েছে প্রশাসনে অন্দরে৷ খাতা-কলম নিয়ে ইতিমধ্যেই হোমওয়ার্ক সেরে ফেলেছেন দায়িত্বপ্রাপ্ত আমলারা৷ আজ পূর্ব বর্ধমানের লোকসংস্কৃতি ভবনে এই প্রশাসনিক বৈঠক হওয়ার কথা৷ বিকেল তিনটে নাগাদ প্রশাসনিক রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী৷ থাকবেন সমস্ত দপ্তর আধিকারিককা৷ আকাশপথে মুখ্যমন্ত্রীর পূর্ব বর্ধমান যাওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সড়ক পথেই সরাসরি গাড়ি করে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হওয়ার কথা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

ইতিমধ্যেই গোটা এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে৷ জানা গিয়েছে, লোকসংস্কৃতিতে প্রশাসনিক বৈঠকের পর আজ মুখ্যমন্ত্রী বর্ধমান সেচ দপ্তরের বাংলোয় রাত্রিবাস করবেন৷ সার্কিট হাউজের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ মঙ্গলবার সকালে বর্ধমান শহর থেকে সড়কপথে হুগলিতে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =