চাহিদা মেটাচ্ছেন ময়না বৌদি, বাজিমাত ‘মমতা-রাখি’

কলকাতা: লোকসভা ভোটের ফলাফল যাই হোক না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সাঁটানো রাখির চাহিদা কিন্তু মোটেও কমেনি৷ তার প্রমাণ দিলেন মহিলাদের ময়না বৌদি৷ ১ থেকে ১০০ টাকায় চলছে দেদার বিক্রি৷ মহিলাদ এলাকার বেশ কয়েকজন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী বানিয়ে ফেলেন ময়না বৌদি৷ রাখির চাহিদা মেটাতে রাত-দিন এক করে রাখি তৈরির কাজ করে চলেছেন

চাহিদা মেটাচ্ছেন ময়না বৌদি, বাজিমাত ‘মমতা-রাখি’

কলকাতা: লোকসভা ভোটের ফলাফল যাই হোক না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সাঁটানো রাখির চাহিদা কিন্তু মোটেও কমেনি৷ তার প্রমাণ দিলেন মহিলাদের ময়না বৌদি৷ ১ থেকে ১০০ টাকায় চলছে দেদার বিক্রি৷

মহিলাদ এলাকার বেশ কয়েকজন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী বানিয়ে ফেলেন ময়না বৌদি৷ রাখির চাহিদা মেটাতে রাত-দিন এক করে রাখি তৈরির কাজ করে চলেছেন মহিষাদলের গৃহবধূ ও ময়না বৌদির দলবল৷ সাত বছর ধরে এলাকায় মহিলাদের নিয়ে তিনি বিভিন্ন ধরনের হাতের কাজ করছেন৷ রাখি তৈরি করে এখন তাঁরা স্বনির্ভর হয়েছেন৷  সূত্রের খবর, ময়না বৌদির কাছে ১২০ জন মহিলা রাখি তৈরি করে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করছেন৷ স্বামীদের উপর নির্ভরশীল না হয়ে তাঁরা নিজেই নিজেদের সংসার চালাতে সক্ষম হয়ে উঠেছেন৷

স্থানীয় গৃহবধূ থেকে ময়না বৌদি হয়ে মহিলাদের ওঠা ময়না বিশ্বাস জানান, গত ৪-৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুবই জনপ্রিয়তা বেড়েছে৷ তাই এই বছর ১০ হাজার রাখি তৈরি করেছেন তিনি৷ দাম সাধ্যের মধ্যে৷ এক টাকা থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে এইসব রাখি৷ মহিষাদল, হলদিয়া, তমলুক, নন্দীগ্রাম ও কাঁথির পাশাপাশি কলকাতায় ছড়িয়ে পড়েছে  ময়না বৌদির ‘মমতা-রাখি’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =