সঙ্কটে গেরুয়া জোট, মহারাষ্ট্রে একলা চলোর ডাক বিজেপি সাংসদের! অস্বস্তিতে শিন্ডে-অজিত

Maharashtra Election কয়েক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হবে। লোকসভায় বিজেপি তথা এনডিএ জোটের ভরাডুবি হয়েছে মহারাষ্ট্রে। এই অবস্থায় মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ শিবিরের…

Maharashtra Election BJP Crisis BJP internal conflict in Maharashtra election

Maharashtra Election

কয়েক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হবে। লোকসভায় বিজেপি তথা এনডিএ জোটের ভরাডুবি হয়েছে মহারাষ্ট্রে। এই অবস্থায় মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ শিবিরের দলগুলির মধ্যে কে ক’টা আসনে লড়বে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না গেরুয়া শিবিরের নেতারা। তাতে বেজায় সঙ্কটে পড়েছে গেরুয়া জোট। (Maharashtra Election )

BJP internal conflict in Maharashtra

শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) ও এনসিপি (অজিত পাওয়ার শিবির) প্রচুর আসন দাবি করছে। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিন্ডে শিবির অন্তত ১০০ এবং অজিত শিবির ৯০ আসনের দাবি জানিয়েছে। উল্টোদিকে বিজেপি ১৫০-১৭০ আসনে লড়তে চায়। তাই এত আসন শরিকদের ছাড়তে রাজি নয় বিজেপি।

Maharashtra election

তাতেই ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ নারায়ণ রানে সম্প্রতি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বলেছেন বিজেপির উচিত কাউকে একটি
আসনও না ছাড়া। ২৮৮টি আসনেই বিজেপির প্রার্থী দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ একলা চলোর ডাক দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই মন্তব্য সামনে আসার পরই আসন রফা নিয়ে বিতর্ক অন্য মাত্রা নিয়েছে। যে ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপির পাশাপাশি অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে।লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। এরপর বিধানসভা নির্বাচনে ভাল ফলের লক্ষ্যে রীতিমতো ‘কল্পতরু’ হয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার।

NDA alliance

সদ্য মহারাষ্ট্রে মহিলাদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বাধীন একনাথ শিন্ডে সরকার। এছাড়া দ্বাদশ থেকে গ্রাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং স্তরের পড়ুয়াদের প্রতি মাসে ৬ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে আগামী ছয় মাসের জন্য। মুখে বলা হচ্ছে পড়াশোনার সুবিধার্থে টাকা দেওয়া হচ্ছে। কিন্তু কোন লক্ষ্যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ক্যাশ টাকা হাতে ধরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা সকলেই বুঝতে পারছেন। কিন্তু তাতেও বিজেপি মহারাষ্ট্রে জেতা নিয়ে নিশ্চিন্ত নয়।

Maharashtra polls

ঘটনা হল লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বিভিন্ন রাজ্যে ভাতা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু ভোটে জেতার তাগিদে মহারাষ্ট্রে সেই পথেই হাঁটতে হচ্ছে বিজেপিকে। কিন্তু তাতেও তারা নিশ্চিন্ত নয়। সেই কারণে সামনে রাখতে হচ্ছে ‘হিন্দুত্বের ধ্বজা’। অথচ গত ১০ বছরে বিজেপি নাকি বিভিন্ন রাজ্য তথা দেশ জুড়ে এত উন্নয়ন করেছে তার সুফল পাচ্ছেন সবাই। তাহলে ভোটের আগে মানুষের হাতে নগদ টাকা দেওয়া বা তীব্র হিন্দুত্ববাদকে প্রচারে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে কেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

Ajit Pawar, Eknath Shinde, Narayan Rane

এই আবহের মধ্যে বিধানসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে এখন থেকেই এনডিএ শিবিরে কাজিয়া শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে বিরোধীরা আসন রফার সম্ভাব্য সূত্র বের করে ফেলেছে বলে খবর। তাতে আরও চাপ বেড়েছে গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে কোন পথে সমস্যার সমাধান হয় সেটাই দেখছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

 

আরও পড়ুন-

পদ্মে যোগ দিয়ে রাজ্যসভায় অধীর? গেরুয়া আমন্ত্রণে ত্রিপুরাবাসী হবেন

ঘুষ নেওয়ার অভিযোগে এক সঙ্গে বহু পুলিশকর্মীকে সাসপেন্ড! 

অধীর থাকায় লড়াই লড়াই গন্ধ ছিল, নয়া প্রদেশ সভাপতি চাঙ্গা করতে পারবেন দলকে?

শুধু ঠাকুরবাড়ি থেকেই ৭ জন হয়েছেন মন্ত্রী-সাংসদ-বিধায়ক! 

‘পরিবর্তন হবে হিন্দুত্ববাদেই’, ফের নিজের সিদ্ধান্তে অনড় শুভেন্দু!

রাজনীতিতে বহু অঘটনের সাক্ষী বাংলা, কিন্তু মমতা-অধীরের ‘সন্ধি’ কী কোনও দিন হবে?

সামনেই একাধিক রাজ্যে বিধানসভা ভোট, তাই ‘অগ্নিবীর’ নিয়ে এতটা টেনশনে বিজেপি?

পুর নিয়োগ কাণ্ড, দোষীরা শাস্তি পেলেও যোগ্যরা চাকরি ফিরে পাবেন তো?

‘রাহুলকে হিংসা করেই নাটক মমতার’, তোপ অধীরের, চেনা মেজাজেই সভাপতি

‘যে যায় লঙ্কায়’… কথাটা কতটা সত্যি বোঝাল ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের

Politics: As Maharashtra elections approach, BJP faces internal turmoil. Narayan Rane suggests BJP should contest all 288 seats alone, causing discomfort for allies Shinde and Ajit Pawar. Tensions rise over seat distribution within the NDA alliance.