ভাটপাড়া: ভোট শুরু হতেই নির্বাচন কমিশনকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলে রাখলেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ বুথের বাইরে অবৈধ জমায়েত তুলতে প্রশাসন ব্যববস্থা না নিলে পাঁচ মিনিটের মধ্যেই এলাকা ফাকা করার হুঁশিয়ারি দিলেন মদন মিত্র৷
রবিবার সকালে ভোটপ্রক্রিয়া খতিয়ে দেখতে গিয়ে সংবাদ মাধ্যমে মদন মিত্রের অভিযোগ, ‘‘বুথের মধ্যে রয়েছে ৫০ জন বহিরাগত৷ বুথের বাইরে ১০০ জন জমায়েত করে রেখেছে৷ আমরা প্রশাসনকে বলেছি, দ্রুত ব্যবস্থা নিতে৷ আর তা না হলে পাঁচ মিনিটের মধ্যেই এলাকা সাফ করে দেব৷’’
ভোট শুরু হওয়ার আগেই অশান্তি ছড়াল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়৷ শনিবার রাতে তৃণমূল-বিজেপির দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। গুলি, বোমা চলে। কাঁকিনাড়ার কাছে আর্যসমাজ মোড়ে পর পর কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয়বাহিনী ঘটনাস্থলে যায়। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় গোটা এলাকায়৷ শনিবার রাতের পর আজ সকাল থেকেই এলাকায় বহিরাগতরা এলাকায় রয়েছে বলে অভিযোগ তোলেন মদন মিত্র৷