খোদ দলনেত্রী মমতার বিরুদ্ধে বোমা ফাটালেন মদন মিত্র

কলকাতা: পুজোর আগে রীতিমতো বোমা ফাটালেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত হিসেবে পরিচিত মদন মিত্র৷ ন’য়ের দশকে যখন মমতা কার্যত একা, সৌমেন মিত্রের বাহিনীর হাতে অপদস্থ হচ্ছেন মমতা, ঠিক তখন থেকেই ছায়াসঙ্গী হিসাবে মদন মিত্র ছিলেন মমতার পাশে৷ কিন্তু চিটফান্ড কাণ্ডের মদন মিত্রের জেল পর্বর পর থেকেই দলের অন্দরে গুরুত্ব হারাতে শুরু করেন মদন৷ জেল পর্ব

3 stocks recomended

কলকাতা: পুজোর আগে রীতিমতো বোমা ফাটালেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত হিসেবে পরিচিত মদন মিত্র৷ ন’য়ের দশকে যখন মমতা কার্যত একা, সৌমেন মিত্রের বাহিনীর হাতে অপদস্থ হচ্ছেন মমতা, ঠিক তখন থেকেই ছায়াসঙ্গী হিসাবে মদন মিত্র ছিলেন মমতার পাশে৷ কিন্তু চিটফান্ড কাণ্ডের মদন মিত্রের জেল পর্বর পর থেকেই দলের অন্দরে গুরুত্ব হারাতে শুরু করেন মদন৷ জেল পর্ব মিটিয়ে দলে ফের গুরুত্ব পেতে বেশ খানিকটা সময় লেগেছিল তাঁর৷ সম্প্রতি ভাটপাড়া নির্বাচনে উপনির্বাচনে তৃণমূলের টিকিট পেলেও পরাস্ত হন মদন৷ উপনির্বাচনে হারের পর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মদন মিত্র৷ নিজের ফেসবুক প্রোফাইলে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে ছিলেন তিনি৷ এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বলে পরিচিত মদন মিত্র নেত্রীর বিরুদ্ধে চড়ালেন সুর৷

গত ৩০ সেপ্টেম্বর ‘রিপাবলিক টিভি’ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ডেকায় চালানো স্টিং অপারেশনের ভিডিও ও অডিও ক্লিপিং প্রকাশ করেছে৷ তাতে মদন মিত্র পরিষ্কার বলেছেন, তৃণমূল নেত্রীর মধ্যে হারের ভয় ঢুকে গিয়েছে৷ এখন আর দলে তেমন কোনও ক্ষমতা নেই৷ স্থানীয় স্তরে মিটিং সংগঠিত করতে গেলেও এখন পুলিশ প্রশাসনের সহযোগিতা লাগে৷ প্রবীণ তৃণমূল নেতারা উপলব্ধি, পঞ্চায়েত নির্বাচনে মারামারি করা মানুষ ভালোভাবে নেয়নি৷ তাঁর মন্তব্য, মমতা জানতেন তিনি হেরে যেতে পারেন৷ সেই কারণে গায়ের জোরে নির্বাচন করেছেন৷ মদন মিত্রকে আরও বলতে শোনা গিয়েছে, ক্ষমতা দেখিয়ে নির্বাচন করতে গিয়ে বহু মানুষের প্রাণ গিয়েছে৷ নির্বাচন কমিশনের সঙ্গে দরকষাকষি করে ভোটের দিন পরিবর্তন না করলে হয়তো এত মানুষের প্রাণ যেত না৷

তাঁর মতে, ১৫০ বেশি মানুষ পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারিয়েছেন৷ সেখানে তৃণমূল নেত্রী মনে করছেন, দলের লোক দিয়ে যেটা সম্ভব নয়, সেখানে পুলিশকে কাজে লাগিয়েছেন৷ প্রাক্তন মন্ত্রীর মন্তব্য, মানুষ এত বোকা নয়৷ তাঁর স্পষ্ট জবাব, বিজেপির এখানে কোনও ক্ষমতা ছিল না৷ শুধু স্লোগান দিলেই তো আর হবে না৷ নিচুতলার কাজ করার মতো কর্মী ছিল না৷ দলে বিভ্রান্ত নীতির জন্য এ বিজেপি রমরমা হয়েছে৷ একই সঙ্গে জয় শ্রীরাম স্লোগানের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷ জানিয়েছেন, এটা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক হয়নি৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইমেজ নষ্ট করছেন বলে দাবি করেছেন মদন মিত্র৷ যদিও ‘রিপাবলিক টিভি’র প্রকাশ করা স্টিং অপারেশনের মদন মিত্রের ভিডিও ও অডিও ক্লিপিং আজ বিকেল ডটকম সত্যতা যাচাই করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + seventeen =