কলকাতা: রিপাবলিক টিভি স্টিং অপারেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র৷ জাতীয় স্তরে ওই বেসরকারি টিভি চ্যানেলের স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ মমতাকে বিঁধে মদন মিত্র কি এবার বিজেপির পথে? চলছে জল্পনা৷ এবার সেই জল্পনায় নয়া মাত্রা যোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক বলে পরিচিত মদন মিত্র দল ও নেত্রীর অবস্থান নিয়ে সরব হয়ে ওঠায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে৷ দল ছাড়ার আগে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত’ও দলনেত্রী বিরুদ্ধে মুখ খুলেছিলেন৷ গত মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন তিনি৷ এবার কি মদন মিত্রও সেই পথেই হাঁটবেন?
রিপাবলিক টিভিতে সম্প্রচারিত মদন মিত্রের মন্তব্য, (যার সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম) প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘‘দুটি নির্বাচনে হারার পর মদন মিত্রের শুভবুদ্ধির উদয় হয়েছে৷ এটা জেনে ভালো লাগছে৷ আসলে তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একা করেননি৷ মদন মিত্রের পরিশ্রম আছে৷ তাই এই দলটা ঢুকতে দেখে তাঁর ভালো লাগছে না৷ সেই জন্য তিনি এখন নেত্রীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন৷ তিনি কোনও ভুল কথা বলেননি৷ এটা ঠিক, পঞ্চায়েত নির্বাচন হতে না দেওয়া ও পঞ্চায়েত নির্বাচন ঘিরে যে অশান্তি চলছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে৷ ফলে দল সেই ফল ভোগ করছে৷’’ বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘মদন মিত্র জ্ঞানে না অজ্ঞানে বলেছেন, সেটা জানি না৷ তবে যা বলেছেন সেটা সত্যি বলেছেন৷’’