অর্জুনকে জেলে ভরার দাবি মদনের, কিন্তু কেন জানেন?

কলকাতা: বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গ্রেপ্তারের দাবি জানালেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে দেখা করে ওই দাবি জানান মদনবাবু। সেই সঙ্গে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার জন্য সুষ্ঠু

অর্জুনকে জেলে ভরার দাবি মদনের, কিন্তু কেন জানেন?

কলকাতা: বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গ্রেপ্তারের দাবি জানালেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে দেখা করে ওই দাবি জানান মদনবাবু।

সেই সঙ্গে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করার দাবি জানান তিনি। সে ব্যাপারে তাঁরা আশ্বাস দিয়েছেন বলে মদন মিত্র জানিয়েছেন। মদনবাবুর অভিযোগ, ভিন রাজ্য থেকে অনেক বহিরাগত বারাকপুরে এসে আস্তানা গেড়েছে। বিভিন্ন গেস্ট হাউস, রিসর্টে তারা আছে। তার একটি নামের তালিকাও এদিন নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তিনি।

তিনি অভিযোগ করেন, অর্জুন সিং নিজে হাতে গুলি চালিয়েছেন। সেই রিভলভারের লাইসেন্স রিনিউ করা নেই। তা বাজেয়াপ্ত করা হোক। ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়ায় অর্জুন সিংয়ের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। বহু বাড়ি ভাঙচুর করা হয়েছে। অর্জুনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা গোলমালে যুক্ত হয়ে পড়ছে। তাঁর সঙ্গীরা কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে ঘুরছে। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভাটপাড়াজুড়ে। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশকেও রাখতে হবে।

অবশ্য অর্জুন সিং বলেন, তৃণমূলের মাথা খারাপ হয়ে গিয়েছে। ভিত্তিহীন সব অভিযোগ। প্রচারে যে কেউ আসতে পারে। তৃণমূলকে তিন নম্বরে পাঠিয়ে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =