‘মা’ মমতার হাতে ফোঁটা নিয়ে আপ্লুত শোভন, তুঙ্গে ‘ঘর ওয়াপসি’র জল্পনা

কলকাতা: ভাইফোঁটার দিনেই শোভন-বৈশাখীর ‘ঘর ওয়াপসি’! আজ দুপুরে ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান শোভন-বৈশাখী৷ মুখ্যমন্ত্রী বাড়িতে বেশ কিছুটা সময় কাটান তাঁরা৷ কিন্তু, হঠাৎ ভাতৃদ্বিতীয়ায় বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী তথা বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷ সূত্রের খবর, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোটা নিতে যান শোভন চট্টোপাধ্যায়৷ শোভনকে

‘মা’ মমতার হাতে ফোঁটা নিয়ে আপ্লুত শোভন, তুঙ্গে ‘ঘর ওয়াপসি’র জল্পনা

কলকাতা: ভাইফোঁটার দিনেই শোভন-বৈশাখীর ‘ঘর ওয়াপসি’! আজ দুপুরে ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান শোভন-বৈশাখী৷ মুখ্যমন্ত্রী বাড়িতে বেশ কিছুটা সময় কাটান তাঁরা৷ কিন্তু, হঠাৎ ভাতৃদ্বিতীয়ায় বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী তথা বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা৷

সূত্রের খবর, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোটা নিতে যান শোভন চট্টোপাধ্যায়৷ শোভনকে দেখে তাঁর স্বাস্থ্যের উপর নজর দিতে পরামর্শ দেন মমতা৷ ভাইফোঁটা নিতে এসেছি, রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি৷ সংবাদমাধ্যমে দাবি শোভন চট্টোপাধ্যায়ের৷ ভাতৃদ্বিতীয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতা শোভন-বৈশাখীকে নিয়ে শুরু হয়েছে ‘ঘর ওয়াপসি’র জল্পনা৷

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক ছিল শোভনবাবুর৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর তিনি তাঁর নিজের ফোনে ‘মা’ বলেও সেভ করে রাখতেন৷ কিন্তু, ব্যক্তিগত কিছু কারণে দল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর৷ দীর্ঘ দিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা শোনাভ যোগদেন বিজেপিতে গত ১৪ আগস্ট৷ বিজেপিতে যোগ দেওয়ার পরও তাঁদের নিয়ে থামেনি বিতর্ক৷ বিজেপি যোগ দিয়েও ছিলেন নিস্ক্রিয়৷ বিজেপিতে যোগ দেওয়ার পর অন্তত তিন বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয় তাঁকে৷ এই নিয়েও দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেন৷ পরে দল ছাড়ার বিষয়ে ইঙ্গিত দেন তাঁর বান্ধবী বৈশাখীদেবী৷ গত শনিবার শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন বৈশাখীদেবী৷ তখনই শুরু হয় ‘ঘর ওয়াপসি’র জল্পনা৷

গত শনিবার সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘পার্থদা সঙ্গে সম্পর্ক আমার ব্যক্তিগত৷ বিজয় গেল৷ তার সঙ্গে এখনও দেখা করতে পারেনি৷ তাই আজ এসে প্রণাম জানিয়ে গেলাম৷ উনি আমার বয়সজ্যেষ্ঠ৷ ওঁর কারণেই আমি এখানে কাজ করছি৷ তাই ওঁকে প্রণাম জানানো আমার কর্তব্য৷ জানিয়ে গেলাম৷’’ বিজেপি নেত্রী হিসাবে তৃণমূল মহাসচিবের বাড়িতে হাজিরা ঘিরে রাজনৈতিক জল্পনা প্রসঙ্গে বৈশাখী বন্দোপাধ্যায়ের জবাব, ‘‘পার্থদা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব৷ আমাদের দু’জনের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ থাকবেই৷ আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম৷ কিন্তু কিছু তিক্ততা তৈরি হয়েছে৷ সেই কারণে আমি নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছি৷ শোভনদাও দেখছি অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন৷ আমি মনে করি, দলীয় নেতৃত্ব যদি মনে করে, তাঁকে নিষ্ক্রিয় করে রাখবে, তাহলে তাঁরা তা করতে পারেন৷ আর তাঁরা যেভাবে তাঁকে সক্রিয় করে তুলবে ভাবেন, তাও তাঁরা করতে পারে৷ তাতে আমার কিছু বলার নেই৷’’ স্বাভাবিকভাবেই বৈশাখীদেবীর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভনের ফোঁটা নেওয়াকে কেন্দ্র করে উৎসবের মাঝেও অন্ধকারের মেঘ নেমেছে বঙ্গ বিজেপি শিবিরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *