বিলাসবহুল ফ্ল্যাট, বিএমডব্লু গাড়ির খতিয়ান কোটিপতি নুসরত জাহানের

বারাসত: ‘কোটিপতি প্রার্থী’! দু’কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট৷ দামি বিএমডব্লু গাড়ি৷ হিরে ও সোনার গয়না৷ ব্যাংকে সঞ্চিত টাকাসহ স্থাবর ও অস্থাবর মিলিয়ে বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহানের সম্পত্তির পরিমাণ প্রায় তিন কোটি টাকা৷ মনোনয়নপত্রের হলফমানায় তিনি ওই সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন৷ মনোনয়নপত্রের হলফনামায় নুসরত জাহান নিজের সম্পত্তির কথা বলেছেন তা হল, তাঁর হাতে গচ্ছিত

বিলাসবহুল ফ্ল্যাট, বিএমডব্লু গাড়ির খতিয়ান কোটিপতি নুসরত জাহানের

বারাসত: ‘কোটিপতি প্রার্থী’! দু’কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট৷ দামি বিএমডব্লু গাড়ি৷ হিরে ও সোনার গয়না৷  ব্যাংকে সঞ্চিত টাকাসহ স্থাবর ও অস্থাবর মিলিয়ে বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহানের সম্পত্তির পরিমাণ প্রায় তিন কোটি টাকা৷ মনোনয়নপত্রের হলফমানায় তিনি ওই সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন৷

মনোনয়নপত্রের হলফনামায় নুসরত জাহান নিজের সম্পত্তির কথা বলেছেন তা হল, তাঁর হাতে গচ্ছিত টাকা ছিল ৫ লক্ষ টাকা। তাঁর তিনটি ব্যাংক অ্যাকাউন্টে যথাক্রমে রয়েছে ২০ লক্ষ ৮২ হাজার ৩০ টাকা, ৮ লক্ষ ৮০ হাজার ৩৬১ টাকা ৬৮ পয়সা ও ২৬ হাজার টাকা৷

অ্যালকেমিস্টে রয়েছে এক লক্ষ টাকার বন্ড৷ আড়াই লক্ষ টাকার লাইফ ইনস্যুরেন্স৷ বিএমডব্লু ৫ সিরিজের একটি গাড়ি ২০১২ সালে তিনি কিনেছেন। যার মূল্য সাড়ে ৭ লক্ষ। ২০১৬ সালে তিনি একটি ফোর্ড এনডিওভার গাড়ি কিনেছেন। যার মূল্য ২৮ লক্ষ টাকা। হিরে ও সোনার গয়না মিলিয়ে তাঁর কাছে সাড়ে ৪০০ গ্রাম গয়না রয়েছে। যার মূল্য ১২ লক্ষ টাকা। এক কোটি ৭৬ লক্ষ ৩৮ হাজার ১৬৪ টাকা দিয়ে ২০০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। ফ্ল্যাটের মূল্য উল্লেখ করা হয়েছে, দু’কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর নিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৯০ লক্ষ ৮৮ লক্ষ ৩৯১ টাকা ৩০ পয়সা৷ শিক্ষাগত যোগ্যতায় তিনি লিখেছেন, ২০০৮ সালে বালিগঞ্জের ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তিনি নিজে বালিগঞ্জ বিধানসভার ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =