তৃণমূলের ‘উন্নয়ন’ লুডোয় ‘সাপে’র মুখে মোদী, মইয়ে মাথায় মমতা!

তৃণমূলের ‘উন্নয়ন’ লুডোয় ‘সাপে’র মুখে মোদী, মইয়ে মাথায় মমতা!

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের উন্নয়ন ও মোদীকে কটক্ষ দুই মিলিয়ে এবার অভিনব লুডু তৈরি করলেন বনগাঁর তৃণমূল নেতা৷ বনগাঁ তৃণমূলের পক্ষ থেকে শারদ উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প সেইকথা মাথায় রেখে সাপের মাথায় নরেন্দ্র মোদি মইয়ের মাথায় মমতা ব্যানার্জি ছবি দিয়ে অভিনব লুডো বানালেন উত্তর ২৪ পরগনার তৃণমূলের অর্ডিনেটর গোপাল শেঠ।

এই লুডুর বৈশিষ্ট্য হলো তৃণমূল সরকারের যত প্রকল্প আছে সেগুলোকে উল্লেখ করা হয়েছে এই খেলার মাধ্যমে। সাপ লুডু খেলার মতই মই উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় আর সাপের মুখে পড়লে তা নরেন্দ্র মোদি, অমিত শাহের মুখে পড়বে৷ অভিনব ভাবনার এই লুডো তৈরি করার জন্য দলের অন্যান্য নেতাদের কাছে রীতিমত প্রশংসিত হয়েছেন গোপাল শেঠ৷ তিনি এপ্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের জন্য যা কাজ করেছেন আর মোদি কি কাজ করেছেন তার ব্যাখ্যাই লুডুর মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি৷ তবে এই লুডো দেখে ক্ষুব্ধ বিজেপি৷ এ বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবদাস মন্ডল বলেন, তৃণমূলের দল বলে কিছু নেই, তাই লুডো বানিয়েছে ওরা লুডু খেলুক। পুজোর সময় এই লুডো বিলি করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা গোপাল শেঠ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eighteen =