একুশের তুলনায় নন্দীগ্রামে লিড বেড়েছে বিজেপির, নিশ্চিন্ত শুভেন্দু

‘হটস্পট’ নন্দীগ্রাম একুশের বিধানসভা নির্বাচনে ‘হটস্পট’ ছিল নন্দীগ্রাম। মর্যাদার লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর নিঃসন্দেহে রাজ্য…

Shubhendu Adhikari Bengal politics BJP leads in Nandigram Shuvendu Adhikari BJP performance

‘হটস্পট’ নন্দীগ্রাম

একুশের বিধানসভা নির্বাচনে ‘হটস্পট’ ছিল নন্দীগ্রাম। মর্যাদার লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর নিঃসন্দেহে রাজ্য বিজেপির প্রধান মুখ হয়ে উঠেছেন তিনি।

নন্দীগ্রামে বিজেপি লিড

এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি লিড ধরে রাখতে পারে কিনা তা নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল রাজনৈতিক মহলের। সেখানে ফলাফল বলছে শুধুমাত্র নন্দীগ্রাম নয়, তমলুক লোকসভার অন্তর্গত প্রত্যেকটি বিধানসভা থেকেই লিড পেয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী নন্দীগ্রামে গত বিধানসভার তুলনায বেশি লিড পেয়েছেন বিজেপি প্রার্থী।

নন্দীগ্রামে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তমলুক লোকসভার মধ্যেই পড়ছে নন্দীগ্রাম কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল ঘুরে দাঁড়াতে পারে কিনা তা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল রাজনৈতিক মহলের। সেখানে এবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রায় ৮২০০ ভোটের লিড পেয়েছেন। যা গত বিধানসভা নির্বাচনের তুলনায় ছয় হাজারের বেশি।

তৃণমূলের দখলে থাকা বিধানসভা

এদিকে তমলুক লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে সেগুলি হল নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, নন্দকুমার, ময়না, পাঁশকুড়া পূর্ব এবং তমলুক। এর মধ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার ও মহিষাদল কেন্দ্রে। বিজেপি জিতেছিল নন্দীগ্রাম, ময়না ও হলদিয়া কেন্দ্রে। কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের দখলে থাকা বিধানসভাগুলি থেকেও লিড পেয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এছাড়া প্রত্যাশিত ভাবেই বিজেপি লিড পেয়েছে তাদের হাতে থাকা নন্দীগ্রামের পাশাপাশি ময়না ও হলদিয়া থেকেও। জেলা বিজেপি নেতৃত্ব এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ নন্দীগ্রামে যেভাবে বিধানসভা নির্বাচনে সমর্থন হারিয়েছিল তৃণমূল, সেই জায়গা পুনরুদ্ধার করতে লোকসভাতেও ব্যর্থ হয়েছে শাসক দল।

এই লোকসভার ফলাফল সেটাই স্পষ্ট করে দিয়েছে। আর ফলাফল বলছে অভিজিৎ সবচেয়ে বেশি লিড পেয়েছেন তৃণমূলের হাতে থাকা তমলুক বিধানসভা কেন্দ্র থেকে। সেখানে প্রায় সাড়ে ২০ হাজার ভোটের লিড পেয়েছেন তিনি। সবমিলিয়ে রাজ্যে বিজেপির ফল গতবারের থেকে খারাপ হলেও তমলুকের পাশাপাশি কাঁথিতে সাফল্য পাওয়ায় বেশ নিশ্চিন্ত শুভেন্দু।

 

Politics: Lok Sabha elections BJP leads in Nandigram. BJP leads in Nandigram, Shuvendu Adhikari confident of victory. Get the latest updates on the election results.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *