এখনই লোকসভা নির্বাচন সম্ভব নয়! কমিশনে যাচ্ছে বিজেপি

কলকাতা: রাজ্যে বর্তমান পরিস্থিতিতে লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়া সম্ভব নয়। অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। গণতন্ত্র বাঁচাও যাত্রার পরে সংকল্প যাত্রা। আদালতের পর্যন্ত জল না গড়ালেও, বিজেপির সংকল্প যাত্রা ঘিরে বিস্তর গোলমালের সাক্ষী গোটা রাজ্য। উত্তর থেকে দক্ষিণ, এমনকী শহর কলকাতাতেও বিশৃঙ্খলা কিছু কম হয়নি। বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী থেকেছে প্রায় প্রতিটি জেলাই। এবার এই

622cc606d7616181282570f89582868d

এখনই লোকসভা নির্বাচন সম্ভব নয়! কমিশনে যাচ্ছে বিজেপি

কলকাতা: রাজ্যে বর্তমান পরিস্থিতিতে লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়া সম্ভব নয়। অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। গণতন্ত্র বাঁচাও যাত্রার পরে সংকল্প যাত্রা। আদালতের পর্যন্ত জল না গড়ালেও, বিজেপির সংকল্প যাত্রা ঘিরে বিস্তর গোলমালের সাক্ষী গোটা রাজ্য।

উত্তর থেকে দক্ষিণ, এমনকী শহর কলকাতাতেও বিশৃঙ্খলা কিছু কম হয়নি। বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী থেকেছে প্রায় প্রতিটি জেলাই। এবার এই উদাহরণ টেনে নির্বাচন কমিশনের কাছে প্রশাসনিক অচলাবস্থার অভিযোগ বিজেপির। এই পরিস্থিতিতে রাজ্যে লোকসভা নির্বাচন কোনওভাবেই সম্ভব নয় বলে দাবি গেরুয়া শিবিরের। প্রয়োজনে রাজ্যে লোকসভা ভোট পিছিয়ে দিতেও কমিশনের কাছে আবেদন করা হতে পারে বলে বক্তব্য মুকুল রায়ের। এই পরিস্থিতিতে রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই অভিযোগ করছে বিজেপি। এই অভিযোগকে কমিশন কতখানি মান্যতা দেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *