ডায়মন্ড হারবারে চরম উত্তেজনা! বুথ থেকে তৃণমূল নেতাকে তাড়ালেন সিপিএম প্রার্থী

কলকাতা: শেষ দফার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মণ্ড হারবার ও বসিরহাট। ভোটের সকালে দুই কেন্দ্রেই বাধার মুখে পড়ল সিপিএম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ২৭১ নম্বর…

Lok Sabha Elections 2024 Diamond Harbour voting by TMC

কলকাতা: শেষ দফার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মণ্ড হারবার ও বসিরহাট। ভোটের সকালে দুই কেন্দ্রেই বাধার মুখে পড়ল সিপিএম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ২৭১ নম্বর বুথে সিপিআইএমের ‘ভুয়ো’ পোলিং এজেন্ট বসিয়ে ভোট করানোর অভিযোগ। হাতে নাতে ধরা পড়তেই ভোট কেন্দ্র থেকে পালিয়ে যান অভিযুক্ত।

‘ভুয়ো’ এজেন্ট বসার অভিযোগ পেয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আটকৃষ্ণরামপুরের ২৭১ নম্বর বুথে যান সিপিআইএম প্রার্থী প্রতীক উর রহমান। অভিযোগ, দলীয় প্রার্থীকে দেখে চিনতেই পারেননি সিপিএমের এজেণ্ট হিসেবে বসা বিশ্বনাথ নস্কর। বাম প্রার্থীর দাবি, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এই বিশ্বনাথ। ওই ব্যক্তি এসেছিলেন ফলস ভোট দিতে। তখনই হাতেনাতে ধরা পড়ে যায়। বাম প্রার্থীর হাত থেকে রক্ষা পেতে ভোট কেন্দ্র থেকে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি…

ডায়মণ্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান জানান, বুথে তার যিনি পোলিং এজেন্ট ছিলেন গতকাল রাতে তাঁকে মারধর করা হয়। আজকে কিছুটা দেরিতে সে ভোটকেন্দ্রে আসে। তখনই দেখা যায়, বাম প্রার্থীর হয়ে বসে রয়েছে ভুয়ো এজেন্ট।

শাসকদলকে নিশানা করে বাম প্রার্থীর অভিযোগ, তৃণমূলের আমলে সব কিছুই সম্ভব। ভুয়ো পুলিশ, ভুয়ো শিক্ষকের পর এবার ভুয়ো এজেন্ট। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন সিপিএম প্রার্থী।

অন্যদিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সরদারের বুথ এজেন্টকে ভোটকেন্দ্র থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। হাসনাবাদের পাটলি খানপুর পঞ্চায়েতের ৬১ নম্বর বুথের ঘটনা। পরে প্রার্থী নিজে এসে বুথে এজেন্টকে বসিয়ে দিয়ে যান।

বাধা শুধু বসিরহাট বা ডায়মণ্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাকি কেন্দ্রগুলিতেও বাধার মুখে পড়তে হচ্ছে বাম প্রার্থীদের। বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, সায়রা হালিমও এদিন ভুয়ো ভোটিংয়ের অভিযোগ তুলেছেন। প্রার্থীরা রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুললেও, এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

Politics: Lok Sabha Elections 2024 Violent clashes in Diamond Harbour and Basirhat, CPI(M) alleges bogus voting by TMC. Get the latest updates on the West Bengal election. CPI(M) alleges bogus voting by TMC in Diamond Harbour and Basirhat, while TMC remains silent.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *