কী হয়েছে EVM বাক্সে? শনি সন্ধ্যায় ‘আভাস’ দেবে Exit poll

নিজস্ব প্রতিনিধি: শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন হয়ে যাওয়ার পরই রাজনীতি সচেতন মানুষের বিশেষ নজর থাকবে ভোট পরবর্তী সমীক্ষা বা এক্সিট পোলের দিকে। শনিবার সন্ধ্যা…

west bengal bypoll post-election violence prevention Lok Sabha Elections 2024 Exit poll results political tactics in Bengal

নিজস্ব প্রতিনিধি: শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন হয়ে যাওয়ার পরই রাজনীতি সচেতন মানুষের বিশেষ নজর থাকবে ভোট পরবর্তী সমীক্ষা বা এক্সিট পোলের দিকে। শনিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন টিভি চ্যানেল প্রকাশ করবে এক্সিট পোল।

মনে রাখতে হবে এক্সিট পোল কোনও ভাবেই কিন্তু ভোটের ফলাফল নয়। ভোটের ফলাফল প্রকাশ পাবে ৪ জুন। তবে যারা এক্সিট পোল করেন তাঁদের দাবি বিজ্ঞান সম্মত উপায়ে এটি করা হয়। ঘটনা হল অতীতে এক্সিট পোল বহুবার মিলেছে, আবার বহুবার মেলেনি।

রাজনৈতিক মহল মনে করে এক্সিট পোল থেকে ভোটের প্রকৃত ফলাফল কী হতে পারে তার একটা আভাস পাওয়া যায়। সেই কারণে রাজনৈতিক মহলের যথেষ্ট আগ্রহ থাকে এক্সিট পোল নিয়ে। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের পর অধিকাংশ এক্সিট পোল বলেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ফের ক্ষমতায় আসবে। কিন্তু সেই এক্সিট পোল মেলেনি।

অন্যদিকে গত দুটি লোকসভা নির্বাচনে বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল সামনে এনেছিল, তার বেশিরভাগই মিলে গিয়েছিল। সকলেই জানিয়েছিল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। তাই শনিবার নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ছ’টা থেকেই রাজনীতি সচেতন মানুষের নজর থাকবে টিভি চ্যানেলগুলির দিকে।

এক্সিট পোল করার সময় ভোটদাতাদের কাছ থেকে মতামত সংগ্রহ করেন সংস্থার কর্মীরা। যাকে বলা হয় স্যাম্পল। এগুলি থেকে সংশ্লিষ্ট ভোটদাতা কাকে ভোট দিতে পারেন সেটা আন্দাজ করা যায়। স্যাম্পল সাইজ যত বড় হবে ততই সমীক্ষা নির্ভুল হবে, এমনটাই মনে করা হয়।

এর আগে নির্বাচনের আগে ওপিনিয়ন পোল করেছে বহু সংস্থা। যার প্রত্যেকটি এগিয়ে রেখেছে বিজেপি তথা এনডিএ-কে। সেখানে পশ্চিমবঙ্গে বিজেপি দুর্দান্ত ফল করবে বলে অধিকাংশ ওপিনিয়ন পোল দাবি করেছে। সেই সঙ্গে দেশজুড়ে গেরুয়া ঝড় চলবে বলেও তাতে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে ওপিনিয়ন পোলের সঙ্গে এক্সিট পোল মেলে কিনা তা নিয়ে যথেষ্ট কৌতূহল থাকবে সব মহলের।

 

Politics: Lok Sabha Elections 2024 Exit poll results to be announced on Saturday evening, speculation rife on election outcome

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *