পদ হারাচ্ছেন লকেট, গুরুত্ব বাড়ছে ভারতীর

কলকাতা: জঙ্গলমহলে তৃণমূলকে রাজনৈতিকভাবে ধাক্কা দিতে এবার ভারতী ঘোষের গুরুত্ব বৃদ্ধিতে সিলমোহর বিজেপি নেতৃত্বের৷ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ সম্মোধন করা ভারতীকে গুরুত্ব দিয়ে প্রথম শ্রেণির নেতৃত্বের তালিকায় তুলে ধরতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ আর সেই কারণে খুব সম্ভবত পদ খোয়াতে চলেছে বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট

পদ হারাচ্ছেন লকেট, গুরুত্ব বাড়ছে ভারতীর

কলকাতা: জঙ্গলমহলে তৃণমূলকে রাজনৈতিকভাবে ধাক্কা দিতে এবার ভারতী ঘোষের গুরুত্ব বৃদ্ধিতে সিলমোহর বিজেপি নেতৃত্বের৷ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ সম্মোধন করা ভারতীকে গুরুত্ব দিয়ে প্রথম শ্রেণির নেতৃত্বের তালিকায় তুলে ধরতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ আর সেই কারণে খুব সম্ভবত পদ খোয়াতে চলেছে বঙ্গ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷

মমতার সঙ্গে ভারতী ঘোষের ব্যক্তিগত ঘনিষ্ঠতা ও পরে দূরত্বের প্রসঙ্গকে কাজে লাগাতেই দলে গুরুত্ব বাড়ছে ভারতীর৷ বিজেপি তৃণমূলনেত্রীর বিরুদ্ধে সম্মুখ সমরে নামাতে চাইছে তাঁরই এক সময়ের এই প্রিয়পাত্রীকে৷ সূত্রের খবর, রাজ্য বিজেপির সাংগঠনিক পরিবর্তন আসন্ন৷ সেখানেই ভারতীকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার পরিকল্পনা চলছে৷ এক্ষেত্রে একাধিক বিকল্প পদ তাঁর জন্য ভাবা হচ্ছে৷ জানা গিয়েছে, দলের মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া সিদ্ধান্ত মোটামুটি পাকা৷ কেননা, হুগলির এই বিজেপি সাংসদ দিল্লিতে ব্যস্ত হয়ে পড়ায় তাঁর জায়গায় নয়া মুখ আনতে চলেছে গেরুয়া শিবির৷ লেকেটের ওই পদে মহিলা মোর্চার পরবর্তী সভানেত্রী হিসেবে উঠে আসতে পারেন ভারতী ঘোষের নাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *